"আমি মাস্ক ব্যবহার করি না, ওসব আমার চলে না" বলেও ভুল স্বীকার করে মাস্ক পড়লেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


"আমি মাস্ক ব্যবহার করি না, ওসব আমার চলে না" বলেও ভুল স্বীকার করে মাস্ক পড়লেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

Share This

"আমি মাস্ক ব্যবহার করি না, ওসব আমার চলে না" বলেও ভুল স্বীকার করে মাস্ক পড়লেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী


আজ খবর (বাংলা), ইন্দোর , মধ্যপ্রদেশ, ২৪/০৯/২০২০ : দেশের স্বাস্থ্য বিধি মেনে তিনি নিজের মুখে কোনো মাস্ক ব্যবহার করেন না, বক্তা মধ্যপ্রদেশের স্বারষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এরপরেই অবশ্য নিজের বলা বক্তব্য থেকে পিছু হঠতে হল তাঁকে। শুধু তাই নয়, নিজের সেই বক্তব্যের জন্যে দুঃখপ্রকাশও  করেছেন তিনি।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র \সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তাঁর মুখে কোনো মাস্ক ছিল না. এক  তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর মুখে মাস্ক নেই কেন ? নরোত্তম গম্ভীরভাবে উত্তর দেন. "আমি কোনো মাস্ক ব্যবহার করি না. কোনো অনুষ্ঠানে গেলেও আমি মাস্ক ব্যবহার করি না. ওসব আমার চলে না."

নারোত্তমের  সাংবাদিকরা গেলেও এক কংগ্রেস সাংসদ টুইট বিষয়টি করে জানান  মোদিকে। তিনিঁ মোদিকে লেখেন, "একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি মাস্ক ব্যবহার করেন না. এবার যদি মহামারী চলার সময় দেশের  মানুষও  খেয়ালখুশি মত মাস্ক না ব্যবহার করে, তাহলে সেটা কি ঠিক হবে ?"

কংগ্রেস সাংসদের ওষুধে দ্রুত  কাজ হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সুর বদলে গিয়েছে, তিনি বলেছেন, "আমার ভুল হয়ে গিয়েছে। আমি মাস্ক ব্যবহার করছি। অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলব। আপনারাও সকলে মাস্ক পড়ুন এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখুন। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages