আইপিএল-এ দর্শক না থাকলেও থাকবে দর্শকদের উল্লাস গর্জন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আইপিএল-এ দর্শক না থাকলেও থাকবে দর্শকদের উল্লাস গর্জন

Share This

আইপিএল-এ দর্শক না থাকলেও থাকবে দর্শকদের উল্লাস গর্জন
পুরোন  এই দৃশ্য থাকছে না এবার 


আজ খবর (বাংলা), আবু ধাবি,  সংযুক্ত আরব আমিরশাহি , ১২/০৯/২০২০ :    বিশ্বব্যাপী করোনা আবহের মধ্যেই চলতি মাসের ১৯ তারিখেই  শুরু হয়ে  যাচ্ছে ১৩তম  ইন্ডিয়ান  প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট। সব খেলা আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। 

করোনা আবহে এই বছর আইপিএল টুর্নামেন্টে দর্শক ছাড়াই খেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ মাঠে ব্যাট-বলের  প্রচন্ড লড়াই হলেও স্টেডিয়ামের দর্শক আসন থাকবে একেবারেই শূন্য। কিন্তু ঠিক হয়েছে, খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে অন্যান্যবারের টুর্নামেন্টগুলোর দর্শকদের সোল্লাস গর্জন, তাঁদের প্রিয় দলকে জেতানোর উল্লাস সব কিছুই রেকর্ড করে মাইকে বাজানো  হবে স্টেডিয়ামের মধ্যে। দরকারে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রীনে  রেকর্ড করা সেই পুরোন  টুর্নামেন্টের উল্লাসধ্বনি দেখানোও হবে । অর্থাৎ স্টেডিয়ামে থাকছেন না কোনো দর্শক, শুধুমাত্র তাঁদের গর্জন শোনা যাবে  মাঠের মাইকে।

এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো। আপাতত এই আয়োজনেই রাজি হয়েছে  মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল। টিভির সামনে বসে দর্শকরাও তাঁদের পুরোন  হর্ষধ্বনি শুনতে পেয়ে উত্তেজিত থাকবেন আবার ২২ গজের চারপাশের খেলোয়াড়রাও মাঠে দর্শকের উল্লাস শুনে ধরে নেবেন তাঁদের সমর্থন দেওয়া হচ্ছে। এভাবেই অভূতপূর্ব উপায়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ। 

ক্রিকেটার মহম্মদ সামী জানিয়েছেন, "দর্শকাসনে যে কেউই থাকবেন না, তা তো আমরা আগে থেকেই জানি, তাই সেভাবেই মনকে আগে থেকেই ঠিক করে নিয়েছি। কেননা সবার আগে হল নিরাপত্তা। তাই করোনা  ভাইরাস থেকে বাঁচতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। যদিও খেলতে গিয়ে প্রথম প্রথম একটু খারাপ তো লাগবেই।"  একই সুরে  ভুবনেশ্বর কুমার বলেছেন, "অন্যান্য বারের তুলনায় এই একটাই জায়গায় একটু অন্য রকম লাগছে। দর্শকারাই তো মাঠের খেলোয়াড়দের উৎসাহ যোগান।  অনুপ্রেরণা দেন,  সেটা এবার মিস করব। কিন্তু করোনা আবহে সেটা মেনে নিতেই হবে আমাদের।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages