আজ খবর (বাংলা), প্যারিস, ফ্রান্স, ১৭/০৯/২০২০ : ফুটবল খেলতে নেমে প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মারার অপরাধে শেষ পর্যন্ত দুটি ম্যাচের জন্যে সাসপেন্ড করা হল পিএসজি দলের তারকা ফুটবলার নেইমারকে।
গত রবিবার মার্সেইএর বিরুদ্ধে লীগ ১-এর খেলা চলাকালীন নেইমার চড় মেরেছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় আলভারো গঞ্জালভেসকে। ঘটনাটা ঘটেছিল ম্যাচের শেষ দিকে। সেই ম্যাচে রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন নেইমারকে।ওই ম্যাচে পিএসজি ০-১ গোলে হেরে যায়; তখনি বোঝা গিয়েছিল আরও কিছু শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে নেইমারের কপালে। যদিও পরের দিন নেইমার জানিয়েছিলেন, আলভারো তাঁকে 'মাঙ্কি' বলেছিলেন, 'মাঙ্কি' বলা যে কোনো খেলাতেই নিষিদ্ধ, আর তাতে বর্ণবিদ্বেষের ছোঁয়া রয়েছে। সেইজন্যেই নেইমার রাগের মাথায় মাঠের মধ্যেই চড় কষিয়ে দিয়েছিলেন আলভারো গঞ্জালেসকে।
কিন্তু এই অপরাধের জন্যে তাঁকে শাস্তি পেতেই হত। আর তাই আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তাঁকে দুই ম্যাচের জন্যে সাসপেন্ড করা হয়েছে। খেলতে নেমে এভাবে মেজাজ হারানোর জন্যে এর আগেও শাস্তি পেতে হয়েছিল তারকা ফুটবলার নেইমারকে।