টাইটান-এসবিআইয়ের গাঁটছড়া, দেশে প্রথমবার আসছে হাতঘড়ি থেকে পেমেন্ট করার প্রযুক্তি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


টাইটান-এসবিআইয়ের গাঁটছড়া, দেশে প্রথমবার আসছে হাতঘড়ি থেকে পেমেন্ট করার প্রযুক্তি

Share This
 অফবিট
টাইটান  কোম্পানীর  এমডি সি কে ভেঙ্কটরমণ ও এসবিআইয়ের এমডি  রজনীশ  কুমার 

আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্নাটক, ১৬/০৯/২০২০ : টাইটান ওয়াচ এবং স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ প্রয়াসে দেশে প্রথমবার আসতে  চলেছে অভিনব কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম হাতঘড়ি।
বিশ্বের পাঁচ নম্বর ঘড়ি কোম্পানী টাইটান এবং দেশের এক নম্বর ব্যাঙ্ক এসবিআই এবার অত্যাধুনিক উপায়ে কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম আনতে চলেছে ভারতে। আর সেই পেমেন্ট করা যাবে কব্জিতে বাঁধা হাতঘড়ির মাধ্যমেই।এই ব্যাপারে এই দুই সংস্থা গাঁটছড়া ইতিমধ্যেই বেঁধে নিয়েছে। 
এইকন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম একেবারে নিরাপদ বলে জানানো হয়েছে। 'টাইটান পে' কার্যকরী করা হবে এসবিআইয়ের ইয়োনো এপ্লিকেশনের মাধ্যমে।
এই নতুন প্রকল্পে এসবিআই ও টাইটান  নিয়ে আসছে নতুন স্টাইলিশ হাতঘড়ি, যে হাতঘড়ি থেকে সহজেই পেমেন্ট করা সম্ভব হবে। এখানে কোনো কার্ড পাঞ্চ  বা সোয়াইপ করার দরকার নেই। স্টেট্ ব্যাঙ্কের  গ্রাহকরা অতি  সহজেই হাতের কব্জিতে থাকা টাইটান হাতঘড়ির কয়েকটি বোতাম টিপেই পেমেন্ট করে দিতে পারবেন। 
২,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে কোনো পিন নম্বর পর্যন্ত লাগবে না টাইটান পে দিয়ে পেমেন্ট করতে। টাইটান ঘড়ির বেল্টে লাগানো থাকবে অতি সুক্ষ একটি চিপ, যে চিপ গ্রাহকের ডেবিট কার্ডের সাথে যুক্ত করবে। তারপর এই অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা কয়েক মুহূর্তের মধ্যেই পেমেন্ট করে ফেলা  সম্ভব হবে। এই টাইটান ওয়াচ যুক্ত থাকবে দেশের অন্ততপক্ষে ২০ লক্ষ দোকানের সাথে, যাতে কোনো কিছু কিনলে তৎক্ষনাত হাতঘড়ির বোতাম টিপেই পেমেন্ট করে দেওয়া যায়। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট করার পরিকল্পনা আমাদের দেশে এই প্রথম করা হচ্ছে বলে জানানো হয়েছে। পুরুষদের জন্যে তিন রকম স্টাইল এবং মহিলাদের জন্যে ২ রকম স্টাইলের হাতঘড়ি নিয়ে আসছে টাইটান। এই হাতঘড়িগুলির দাম থাকবে ২,৯৯৫ থেকে ৫,৯৯৫ টাকা পর্যন্ত।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages