আজ খবর, (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১৪/০৯/২০২০ : মহারাষ্ট্রের উদ্ভব সরকারের সাথে চরম সংঘাতের মধ্যেই মুম্বই ত্যাগ কারলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি আজ মুম্বই থেকে চন্ডিগড় হয়ে ফিরে গেলেন নিজের শহর হিমাচল প্রদেশের মানালিতে।
গত ৯ তারিখে কঙ্গনা মানালি থেকে মুম্বইয়ে এসেছিলেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এবং মুম্বইয়ের মুভি মাফিয়া ও ড্রাগস চক্র নিয়ে ব্যাপকভাবে সরব হয়েছিলেন তিনি। আর সেই সঙ্গে মাহারষ্ট্র সরকারকে সমালোচনাও করেছিলেন। মহারাষ্ট্রের শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, "যে মহারাষ্ট্রে এসে কঙ্গনা রোজগার করেন, সেই মাহারাষ্ট্রকে তিনি যেভাবে আক্রমন করেছেন, তাতে তাঁর আর মুম্বইয়ে আসা উচিত নয়।" এরপরেও সঞ্জয় রাউত এবং তাঁর দলের পক্ষ থেকে কঙ্গনাকে বার বার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা।
৯ তারিখে কঙ্গনা মুম্বইয়ে এসে পৌঁছনোর আগেই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন কঙ্গনার বান্দ্রার পালি হিলসের দপ্তরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। কঙ্গনা জানিয়েছেন, "দপ্তর ভাঙ্গার পর তাঁর কাছে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটিকেও ভেঙে দেওয়ার হুমকি আসছিল।" শুধু তাই নয় এই কয়েকদিন ধরে তাঁর কাছে বার বার কুৎসিত ভাষায় হুমকি আসছিল বলে জানিয়েছেন তিন বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা আজ টুইট করে জানিয়েছেন, "ভারাক্রান্ত মন নিয়ে আজ মুম্বই ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আমার 'ওয়াই' ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সমালোচনা করা হচ্ছে। কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসছি না। মুম্বই যে পাক অধিকৃত কাশ্মীর হয়ে গেছে বলে আগে আমি মন্তব্য করেছিলাম, আমার সেই মন্তব্য থেকেও পিছিয়ে আসছি না। আমি একটুও ভয় পাই নি।"
কঙ্গনা আরও বলেন, "যেখানে রক্ষক নিজেকে ভক্ষক বলে প্রচার করে, যেখানে কুমীর হয়ে গণতন্ত্রের বুক চিরে দেওয়া হয়, সেই জায়গা থেকে আমি আপাতত চলে যাচ্ছি। কিন্তু আমাকে কমজোর মনে করে ভুল করবেন না।" গত কয়েকদিন ধরেই কঙ্গনা ও শিবসেনার মধ্যে তিক্ত ব্যাগ যুদ্ধের সাক্ষী থাকল গোটা দেশ।
Loading...