আজ খবর (বাংলা), মানালি, হিমাচল প্রদেশ,১৮/০৯/২০২০ : তিনি একেবারেই ঝগড়াঝাঁটি পছন্দ করেন না, এবং কখনোই ঝগড়ার সূত্রপাত করেন না বলে দাবী করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
অবৈধ নির্মাণের জেরে মুম্বইয়ে তাঁর দপ্তরে ভাংচুর চালিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। বার বার তাঁর কাছে হুমকি ফোন আসছিল, যার জেরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশের মানালিতে নিজের বাড়িতে ফিরে যেতে হয়েছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে তিনি বার বার প্রকাশ্যে সরব হয়েছিলেন। টিভিতেও তাঁকে এ ব্যাপারে মুখ খুলতে দেখা গিয়েছে।
সুশান্তের পক্ষ নেওয়ার পর থেকেই মহারাষ্ট্র পুলিশ এবং মহারাষ্ট্রের উদ্ভব সরকারের চক্ষুশূল হয়ে উঠতে থাকেন কঙ্গনা রানাওয়াত। মহারাষ্ট্রের শিবসেনার সাথে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। বলিউডের মুভি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। এমনকি বলিউডের সাথে মাদকচক্রের বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছিলেন। যে কারণে অনেকের সাথেই কঙ্গনার বিবাদ শুরু হয়ে গিয়েছিল; যদিও ফিল্মি কেরিযারে বিতর্ক তাঁর ঘনিষ্ঠ সঙ্গী।
দুদিন আগে রাজ্যসভায় সাংসদ জয়া বচ্চনের বক্তব্যের সমালোচনা করেও মুখ খুলেছিলেন কঙ্গনা। প্রতিবাদ করেছিলেন বলিউডের অন্যান্য অভিনেতাদের বিরুদ্ধেও। তিনি বলেছিলেন, "বলিউডের মাদক চক্র, স্বজন পোষন ও মুভি মাফিয়াদের পর্দা ফাঁস হয়ে যাবে।" গতকাল বলিউডের আর এক অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকারের সাথেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন কঙ্গনা। উর্মিলা এর আগে তাঁকে 'পতিতা' বলেছিলেন এমন দাবী করে কঙ্গনা উর্মিলাকে বলিউডের 'সফট পর্ন হিরোইন' আখ্যা দিয়ে দেন।
আজ কঙ্গনা একটি টুইট করে দাবী করেছেন, 'তিনি কখনোই ঝগড়াঝাঁটি করেন না বা ঝগড়ার সূত্রপাত করেন না। বরং ঝগড়া দেখলে তিনি মৌন থাকেন। যদি কেউ প্রমাণ করে দেন যে তিনি ঝগড়ার সূত্রপাত করেছেন তাহলে তিনি টুইটার একাউন্ট ছেড়ে দেবেন। তিনি ঝগড়ার সূত্রপাত করেন না, কিন্তু ঝগড়ার সমাপ্তি তিনিই করেন।' তিনি মনে করিয়ে দেন, ভগবান কৃষ্ণ বলেছিলেন, 'কেউ যদি তোমার সাথে যুদ্ধ করতে চায় তাকে এড়িয়ে না গিয়ে যুদ্ধ করাই ভাল।'