![]() |
ল্যান্সনায়েক কার্নেইল সিং |
আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/১০/২০২০ : পাকিস্তানের লাগাতার শেলিং চলার সময় আহত হয়ে জম্মু ও কাশ্মীরে ফের এক সেনা জওয়ান শহীদ হলেন। শহীদ হলেন ল্যান্স নায়েক কার্নেইল সিং।
আজ ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, 'গতকাল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্না ঘাঁটি সেক্টরে বিনা প্ররোচনায় লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে শেলিং শুরু করে দিয়েছিল পাক সেনাবাহিনী। সেইসময় সীমান্তে কর্তব্যরত ছিলেন ল্যান্স নায়েক কার্নেইল সিং। মর্টারের আঘাতে তিনি গুরুতরভাবে জখম হয়েছিলেন, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায় নি। তিনি দেশের জন্যে প্রাণ দিয়েছেন।'
পাকিস্তান প্রায় প্রতিদিন নিয়ম করে সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই অন্যায়ভাবে শেলিং করে থাকে। শেলিং করার সময় ভারতীয় সেনাবাহিনীকে ব্যস্ত রেখে তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে জঙ্গীদের ভারতে অনুপ্রবেশ করার সুযোগ করে দেয়। ভারতও পাল্টা জবাব দিলে পাক সেনারা শেলিং থামিয়ে দেয়। এর ফলে প্রতি বছর সীমান্ত অঞ্চলে যেমন বেশ কিছু সেনা জওয়ানের প্রাণ চলে যায়, তেমনি সীমান্তের কাছাকাছি থাকা গ্রামগুলির সাধারণ মানুষেরও প্রাণ যায় এবং তাদের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গতকালের পাক শেলিং কেড়ে নিল আরও এক ভারত মাতার বীর সন্তানকে।