জাপানের নতুন প্রধানমন্ত্রীকে মোদীর শুভেচ্ছা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জাপানের নতুন প্রধানমন্ত্রীকে মোদীর শুভেচ্ছা

Share This
আন্তর্জাতিক

আজ খবর (বাংলা), টোকিও, জাপান, ১৬/০৯/২০২০ : জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন য়োশিহিদে সুগা। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের  জায়গায় আজ তিনি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন।
কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। চীনের সাথে সংঘাতের পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল জাপানের দিকে। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছিল জাপান। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে জাপানের প্রধানমন্ত্রী নিজেকে অসুস্থ বলে পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর নিয়মিত চিকিৎসাও করানো হচ্ছিল। তাঁর চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আর তারপরেই শিনজো আবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। 
জাপানের সাথে ভারতের সম্পর্ক বেশ বন্ধুত্ত্বপুর্ন। কিছুদিন আগেই জাপানের সাথে ভারত প্রতিরক্ষা বিষয়ক পারস্পরিক আদান প্রদান  নিয়ে একটি সমঝোতা করেছে। এর মধ্যেই আজ জাপান নতুন প্রধান মন্ত্রী হিসেবে পেয়ে গেল য়োশিহিদে সুগাকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী, নবনিযুক্ত জাপানের প্রধানমন্ত্রী  য়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন। 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ''য়োশিহিদে সুগা জাপানের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি, আমরা যৌথভাবে আমাদের বিশেষ কৌশলগত ও বিশ্ব অংশীদারির দায়িত্বকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবো।''

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages