আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ও মুম্বই, ভারত, ০৯/০৯/২০২০ : মুম্বইয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দপ্তর ভাংচুরের ঘটনার রেশ গিয়ে পৌঁছালো রাজধানী দিল্লীতে। কঙ্গনা রানাওয়াতের সমর্থনে কর্নি সেনা দিল্লীর রাজপথে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো। পোড়ানো হল কুশপুত্তলিকা।
মুম্বইয়ের পালি হিলসে যখন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা কঙ্গনা রানাওয়াতের দপ্তরে ভাংচুর চালাচ্ছে , তখনই ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ কঙ্গনার সমর্থনে হাজির হয়ে মুম্বই পুলিশ ও কর্পোরেশনের বিরুদ্ধে স্লোগান করেছিলেন. মূলতঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সমর্থনে মহারাষ্ট্র সরকারকে বিদ্রুপ করা নিয়েই এই সূত্রপাত বলে মনে করছেন উপস্থিত বিক্ষুব্ধ মানুষজন। তাঁদের বক্তব্য, "দেশে যখন গণতন্ত্র রয়েছে,তখন কেউ স্বাধীনভাবে কোনো বক্তব্য রাখতে পারবে না কেন ? এটা গনতন্র নাকি গুন্ডাগিরি ?"
![]() |
দিল্লীতে বিক্ষোভ |
কঙ্গনা রানাওয়াত এইমাত্র চন্ডিগড় থেকে এসে পৌঁছেছেন মুম্বইয়ে। ইতিমধ্যেই হাইকোর্ট বিএমসিকে জানিয়ে দিয়েছে, কোনোরকম ভাংচুর করা যাবে না কঙ্গনার দপ্তরে। মহারাষ্ট্র সরকার খুব ভাল করেই জায়ান্ট, হাইকোর্টে গেলে কি ধরনের নির্দেশ আসবে,তাই সেই নির্দেশ আসার আগেই মুম্বই পুলিশের সাহায্য নিয়ে বিএমসিকে দিয়ে কঙ্গনার অফিস ভেঙে তছনছ করে শোধ তুলে নিয়েছে উদ্ভব ঠাকরে সরকার।
অফিস ভাংচুরের ছবি দেখেছেন কঙ্গনা। তিনি এই ঘটনাকে 'গণতন্ত্রের হত্যা' হিসেবে বর্ননা করেছেন। মুম্বই-এর পরিস্থিতিকে 'পাক অধিকৃত কাশ্মীরে'র সাথে তুলনা করেছেন। কঙ্গনা শিব সেনাকে 'বাবর সেনা' হিসেবে বর্ননা করে বলেছেন, "বাবর সেনা যতই ভেঙে গুঁড়িয়ে দিক, রাম মন্দির ফের নির্মাণ করা হবে।"