করোনা আবহে অভিনব পন্থায় পড়াশুনা চালু করলেন শিক্ষকরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা আবহে অভিনব পন্থায় পড়াশুনা চালু করলেন শিক্ষকরা

Share This

করোনা আবহে অভিনব পন্থায় পড়াশুনা চালু করলেন শিক্ষকরা

আজ খবর (বাংলা), দুমকা,  ঝাড়খন্ড,  ২৯/০৯/২০২০ :  দেশে করোনা মহামারীর মোকাবিলা করার জন্যে দীর্ঘদিন  ধরে থাকায় স্কুলগুলি বন্ধ হয়ে থাকলেও এবার অভিনব উপায়ে  পড়ুয়াদের পড়াতে শুরু  করলেন দুমকার ডুমরথার গ্রামের সরকারি শিক্ষকরা। 

লক ডাউন চলতে থাকায় দীর্ঘদিন ধরেই স্কুলগুলি বন্ধ  ছিল। এদিকে নিদারুন দারিদ্র থাকায় গ্রামের প্রায় কোনো পরিবারের কাছেই স্মার্ট ফোন নেই যে অনলাইনে পড়াশুনা করা যাবে। তাই এবার গোটা গ্রামকেই স্কুল বানিয়ে ফেললেন সেখানকার সরকারি শিক্ষকরা। এতে করে পড়ুয়াদের মধ্যে সামাজিক দূরত্ব রাখতেও সুবিধা হয়েছে। কোনো স্কুলের ছোট ক্লাসরুমের মধ্যে নয়, পড়ুয়ারা পড়াশুনা করছে গ্রামের বাড়িগুলির দাওয়ায় বসে। বাড়িগুলির বাইরের দেওয়ালগুলিকেই বানিয়ে নেওয়া হয়েছে ব্ল্যাকবোর্ড।

গ্রামের শিক্ষকরা জানিয়েছেন, "করোনা আবহে স্বাস্থ্যবিধি পালনের কথা মাথায় রেখেই আমরা শুরু করেছি 'শিক্ষা আপকে দোয়ার' (বাড়ির দরজায় শিক্ষা) প্রকল্প। তাতে পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া  পড়েছে। গ্রামের মধ্যেই অভিনব  পন্থায় পড়াশুনা করতে পেরে কেউই স্কুলছুট নেই। আমরা গ্রামের ১০০টি বাড়ির দেওয়ালকে ব্ল্যাকবোর্ড বানিয়ে নিয়েছি। পড়ুয়াদের পরিবারের কাছে স্মার্ট ফোন কেনার সঙ্গতি না থাকায় এভাবেই ক্লাস শুরু করতে হয়েছে আমাদের। পড়ুয়ারা বেশ মনোযোগ দিয়ে পড়াশুনা করছে।"

সৌজন্যে : ANI


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages