লাদাখে চীন সেনা ঢুকে পড়া নিয়ে পিআইবির বক্তব্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


লাদাখে চীন সেনা ঢুকে পড়া নিয়ে পিআইবির বক্তব্য

Share This

লাদাখে চীন সেনা ঢুকে পড়া নিয়ে পিআইবির বক্তব্য


আজ খবর (বাংলা), লাদাখ,  ভারত, ৩১/০৮/২০২০ : গত শনি ও রবি বারের মধ্যে মধ্যরাত্রে চীনা  সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল, তারা প্যাংগং দক্ষিণ প্রান্তে চলে এসেছিল। কিন্তু ভারতীয় সেনাদের তারা খেয়ে তারা ফের সীমান্তের ওপারে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।  

আজ এই ব্যাপারে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, 'পিএলএ বাহিনীর সদস্যরা ২৯/৩০ আগস্ট রাতে প্ররোচনামূলক সামরিক তৎপরতা ঘটিয়ে পূর্ব লাদাখে অচলাবস্থা চলাকালীন ভারত ও চীনের সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে গৃহীত স্থিতাবস্থাকে লঙ্ঘন করেছে। চীনের একতরফা ভাবে এলাকা দখলের অপপ্রয়াসকে প্রতিহত করতে ভারতীয় বাহিনী প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে পিএলএ-র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আলোচনার মাধ্যমে শান্তি ও  স্থিতাবস্থা বজায় রাখতে ভারতীয় বাহিনী অঙ্গীকারবদ্ধ, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক অখন্ডতা বজায় রাখার প্রশ্নেও সমানভাবে সংকল্পবদ্ধ। চুশুলে উদ্ভূত পরিস্থিতির সমাধানে ব্রিগেড কমান্ডার পর্যায়ে একটি ফ্ল্যাগ মিটিং হয়েছে'।  

এদিকে আজই  লাদাখে ভূমিকম্প অনুভূত  হয়েছে। আজ সন্ধ্যা ৭:১৩ মিনিট নাগাদ  লাদাখের লেহ শহর  থেকে ৩৪২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে একটি জায়াগায়  ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩ ; তবে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages