আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/০৮/২০২০ : ।গোটা দেশেই করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার কমেছে, বেড়েছে সুস্থ হয়ে ওঠার হার. পশ্চিমবঙ্গেও চিত্রটা একইরকম।
গতকাল পশ্চিমবঙ্গে নতুন করে মোট ৩,০৬৬ জন করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনো পর্যন্ত মোট ১,১৬,৪৯৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে মোট ২৭,২৯৯ জন করোনা রোগী চিকিৎসারত রয়েছেন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৮৬,৭৭১ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এখনো পর্যন্ত মোট ২,৯৩৫ জন রাজ্যবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন গত কাল মারা গিয়েছেন মোট ৫১ জন।
গোটা দেশে গত ২৪ ঘন্টায় মোট ৬৩,৪৮৯ জন মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গত ২৪ ঘন্টায় দেশের ৯৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন করোনা রোগে। আমাদের দেশে এখনো পর্যন্ত মোট ২৫,৮৯,৬৮২ জন মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে দেশের বিভিন্ন হাসপ[আতালগুলিতে চিকিৎসারত রয়েছেন মোট ৬,৭৭,৪৪৪ জন মানুষ। তবে দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসা করিয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৮,৬২,২৫৮ জন মানুষ। আমাদের দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ ঘাড়িয়েছেন মোট ৪৯,৯৮০ মানুষ, শুধু গতকালই প্রাণ হারিয়েছেন মোট ৯৪৪ জন।
দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখন প্রতিদিন দেশে টেস্টের সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ১৫ই আগস্ট মোট ৭,৪৬,৬০৮ জনের টেস্ট করা হয়েছিল, এখনো পর্যন্ত দেশে মোট ২,৯৩,০৯,৭০৩ জন মানুষের দেহে করোনা টেস্ট করায়া হয়েছে। দেশে এখন করোনা ভাইরাসে মৃত্যুর হার ২% এর কম, যা অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম এবং দেশে এখন চিকিৎসা করিয়ে সুস্থতার হার ৭২%এর চেয়েও বেশি বলে জানিয়েছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।