নেপালকে ২৩ টন ওষুধপত্র দিয়ে সাহায্য পাঠাল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেপালকে ২৩ টন ওষুধপত্র দিয়ে সাহায্য পাঠাল ভারত

Share This

নেপালকে ২৩ টন ওষুধপত্র দিয়ে সাহায্য পাঠাল ভারত

আজ খবর (বাংলা), নতুন দিল্লী ও কাঠমান্ডু, ভারত ও নেপাল, ১৭/০৮/২০২০ : চীনের উস্কানিতে নেপাল ভারতকে চোখ রাঙিয়েছে। ভারতের তিনটি জায়গা নিজেদের বলে দাবী করে নেপাল তাদের দেশের নতুন মানচিত্র বানিয়েছে। সীমান্ত  পেরিয়ে যাওয়ার জন্যে ভারতের মানুষকে গুলি করে মেরেছে নেপাল। এতকিছু  সত্ত্বেও  বন্ধুকে ভুলে যায় নি ভারত। করোনা ভাইরাসের সাথে যাতে নেপাল লড়াই করতে পারে, তার জন্যে প্রচুর পরিমাণে ওষুধপত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতবর্ষ। 

নেপালে ভারতের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় মোহন কয়াত্রা জানিয়েছেন, 'করোনা ভাইরাসের সাথে লড়াই করার জন্যে ভারত নেপালকে মোট ২৩ টন ওঅষুধপত্র পাঠিয়েছে। যার মধ্যে বেশিরভাগই ছিল হাইড্রোক্সিক্লোরোকুইন এবং প্যারাসিটামল। এই ওষুধগুলি সবই ভারতীয় কোম্পানির তৈরি। এত বিপুল পরিমাণ ওষুধ নেপালকে কোরোনার বিরুদ্ধে লড়াই করতে রসদ যোগাবে।'

কোরোনার সাথে লড়াই করতে হলে ওষুধ যেমন দরকার তেমনই দরকার হয় ভেন্টিলেটরের। তাই ভারত নেপালকে ভেন্টিলেটরও পাঠিয়েছে, যার মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা। এছাড়াও পাঠানো হয়েছে ৩০ হাজার পিপিই কিট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন "নেপালের সাথে ভারতের 'রোটি-বেটি' সম্পর্ক"। চীনের উস্কানিতে নেপাল সরকার ভারতের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, ভারত নেপালকে পরিবারের সদস্য বলেই মনে করে। ভারত মনে করে বন্ধু কখনও পর হয়ে যায় না। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages