আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৮/২০২০ : ফুলবাগান থানা এলাকায় করোনা আক্রান্তের রহস্যমৃত্যু। নারকেলডাঙা মেন রোডে অভিজাত আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ।
আজ সকালে ফুলবাগান থানা এলাকায় একটি অভিজাত আবাসনের সামনে থেকে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেন ওই বৃদ্ধ। আইনি জটিলতার কারণে ফ্ল্যাটের মালিকানা এখনও পাননি। এই অবস্থায় গত ২৭ জুলাই ওই বৃদ্ধ ও তাঁর পরিবারের কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই ছিলেন বৃদ্ধ।
আজ সকালে আবাসনের নীচে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাত তিনটে নাগাদ লিফটের ওঠানামা নজরে এসেছে বলে পুলিশের দাবি। এনিয়ে দানা বেঁধেছে রহস্য। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ডিসি ইএসডি।