আজ খবর (বাংলা), লিসবন, পর্তুগাল, ১৫/০৮/২০২০ : চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের কাছে যে এতবড় ব্যবধানে হার স্বীকার করতে হবে তা বোধহয় ঘুনাক্ষরেও ভাবতে পারে নি বার্সিলোনা। চ্যাম্পিয়ানস লীগের ম্যাচে বার্সিলোনাকে ৮-২ গোলে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। খেলাটি ভারতে গতকাল মধ্যরাতে দেখা গিয়েছিল একটি স্পোর্টস চ্যানেলে।
খেলা শুরুর প্রথম ৪ মিনিটের মাথায় গোল পেয়ে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। গোলটি করেন থমাস মুলার। তবে খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই গোলটি শোধ করে দেয় বার্সিলোনা। খেলার ৭ মিনিটের মাথায় বার্সিলোনার হয়ে গোল পরিশোধ করেন ডেভিড আলবা। কিন্তু প্রথম অর্ধেই আরও ৩ গোল খেয়ে যায় বার্সিলোনা। প্রথম অর্ধের ২১ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে গোল পেয়ে যান ইভান পেরিসিক, তারপরেই ২৭ মিনিটের মাথায় ফের গোলের মুখ উন্মুক্ত করে জালে বল জড়িয়ে দেন সার্গে ন্যাবরি এবং ৩১ মিনিটের মাথায় অসাধারণ দক্ষতায় গোলে বল ঠেলে দেন মুলার নিজেই। প্রথম অর্ধের শেষে স্কোর দাঁড়ায় ৪-১;
দ্বিতীয় অর্ধে ফুঁসে ওঠার চেষ্টা করেছিল বার্সিলোনা। খেলার ৫৭ মিনিটের মাথায় সুয়ারেজ একটি গোল পেয়ে যান, আর তখন স্কোর দাঁড়ায় ৪-২; কিন্তু তার ৬ মিনিটের মধ্যেই বায়ার্নের জোসুয়া কিমিচ ফের একটি গোল করে দেয়। স্কোর দাঁড়ায় ৫-২, আর এরপরেই যেন মনোবল হারিয়ে ফেলতে শুরু করে বার্সিলোনা। খেলার ৮২ মিনিটের মাথায় বায়ার্নের রবার্ট লিউয়ানডেওস্কি আরও একটি গোল করে কার্যত দুরমুশ করে দেয় বার্সিলোনাকে। আর খেলার ৮৫ ও ৮৯ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে বার্সিলোনার কফিনে শেষ পেরেকটি মারেন বায়ার্নের ফিলিপ কুটিনহো। শেষে খেলার ফল দাঁড়ায় ৮-২;
এতবড় ব্যবধানে যে হারতে হতে পারে তা বোধ হয় স্বপ্নেও ভাবেনি বার্সিলোনা। চলতি মরসুমে এত খারাপ ফল এর আগে কখনো হয় নি বার্সিলোনার। অনেক কাল আগে ১৯৪৬ সালে কোপা ডেল রে'র খেলায় সেভিলা ক্লাবের কাছে একবার ৮-০ গোলে হার স্বীকার করতে হয়েছিল বার্সিলোনাকে। কিন্তু গতকাল লিসবনের এস্টাডিও দ্য লুজ স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার ম্যাচে বার্সিলোনাকে লুজার হয়েই থেকে যেতে হল। চূড়ান্ত হতাশ সমর্থকেরা।