আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০৭/২০২০ : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁতে চলল সাড়ে আট লক্ষের মাইলস্টোন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ২৮,৬৩৭ জন মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪৯,৫৫৩, এখনো পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসারত রয়েছেন মোট ২,৯২,২৫৮ জন। এখনো পর্যন্ত চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫,৩৪,৬২১ জন মানুষ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২২,৬৭৪ জন মানুষ, গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন মোট ৫৫১ জন।
আনাদের দেশে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। আরব সাগরের তীরে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ২,৪৬,৬০০ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে এই মুহূর্তে চিকিৎসা চলছে ৯৯,৪৯৯ জনের। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১০,১১৬ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১,৩৬,৯৮৫ জন মানুষ।
মহারাষ্ট্রের পরেই স্থান রয়েছে বঙ্গোপসাগরের তীরের রাজ্য তামিলনাড়ুর। দক্ষিণ ভারতের এই রাজ্যে এখনো পর্যন্ত ১,৩৪,২২৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৬,৪১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮৫,৯১৫ জন মানুষ। এখনো পর্যন্ত এই রাজ্যে মারা গিয়েছেন মোট ১,৮৯৮ জন মানুষ।
দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লী। এখনো পর্যন্ত দিল্লীতে মোট ১,১০,৯২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে এই মুহূর্তে চিকিৎসা চলছে মোট ১৯,৮৯৫ জনের, চিকিৎসা করিয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৭,৬৯২ জন এবং এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৩,৩৩৪ জন মানুষ।
Loading...