আজ খবর (বাংলা), গুনা, মধ্যপ্রদেশ, ১৬/০৭/২০২০ : মধ্যপ্রদেশের গুনায় ঘটে গেল এক চরম আম্মানাবিক ঘটনা। পুলিশের মার খেয়ে আত্মহত্যার চেষ্টা করল দরিদ্র কৃষক দম্পতি।
মধ্যপ্রদেশের গুনায় একটি বড় জমিতে চাষ করছিল কিছু দলিত কৃষক। এই জমিটি সম্প্রতি একটি কলেজ বানানোর জন্যে নির্ধারিত করা হয়েছে। সেই অনুযায়ী ওই জমিতে নোটিশ লাগানো হয়েছিল। কিন্তু তার অনেক আগে থেকেই ওই জমিতে কিছু গরীব কৃষক চাষ করছিল। তাদেরকে ওই জমি ছেড়ে উঠে যেতে বলা হয়েছিল। এর আগেই ওই কৃষকরা
চাষের কাজ করে লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই লোকসান মিটিয়ে ফেলার জন্যে বাজার থেকে প্রায় দেড় লক্ষ টাকা দেনা করে ফের ওই জমিতে চাষ করার কাজ করে যাচ্ছিল।
প্রশাসনকে ওই কৃষকরা জানিয়েছিল, ফসল তুলে ফেলার পরেই তারা ওই জমি ত্যাগ করে চলে যাবে। তাদের যেন অন্তত ফসল ওঠা পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি। পুলিশ বুলডোজার নিয়ে এসে জমির ফসলের ওপর দিয়ে চালিয়ে দেয়। দিন রাত এক করে ফসল চাষ করা কৃষকরা এই অবস্থা মেনে নিতে পারেনি। তারা প্রতিবাদ করতেই পুলিশ বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক মারা হয় ওই হতভাগ্য কৃষকদের। কৃষকদের ঝুপড়িগুলিও ছিল ওই ক্ষেতের ওপরেই। পুলিশের মার থেকে বাদ যায় নি মহিলারাও। আহত অবস্থায় পরে থাকা কৃষকদের দেখে তাদের বাচ্চারাও কান্নাকাটি জুড়ে দেয়। এরপরেই এক কৃষক দম্পতি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারা দুজনেই বমি করতে থাকে। এই অবস্থায় কৃষক দম্পতিকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনাটি ঘটেছে মিডিয়ার ক্যামেরার সামনে। আর মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে যায় মধ্যপ্রদেশ পুলিশের চরম অমানবিকতার জঘন্য এক চিত্র।
গোটা ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, পুলিশের বর্বরতা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। রাজনৈতিক মহলেও এই নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায়. গতকাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনার জন্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল রাতেই সরিয়ে দেওয়া হয়েছে গুনার এসপি এবং কালেক্টরকে। এই মুহূর্তে ওই কৃষক দম্পতি সুস্থ রয়েছেন।
Loading...