রুজিরুটিতে টান, অমিত শাহের দ্বারস্থ দেশের ২০০০ আইনজীবী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রুজিরুটিতে টান, অমিত শাহের দ্বারস্থ দেশের ২০০০ আইনজীবী

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২০ : লক ডাউনের কারণে দেশের বহু আইনজীবীর উপার্জনে টান পড়েছে, তাই দেশের ২০০০ জন আইনজীবী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শরণাপন্ন হলেন।
লক ডাউনের ফলে দেশের বিভিন্ন আদালতে বিচারকার্য শিকেয়  উঠেছে। সেভাবে কোথাও নিয়মিত কাজকর্ম হচ্ছে না। তাই দেশের বহু আইনজীবীর উপার্জনে ব্যাপকভাবে টান পড়েছে। টান পড়েছে তাঁদের পেট চালানোর ক্ষেত্রেও। তাই দেশের অন্তত ২,০০০ জন আইনজীবী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শরণাপন্ন হয়ে তাঁকে লিখিতভাবে চিঠি দিয়েছেন যাতে এই সমস্যার আশু সমাধান করা হয়।  
দেশের অনেকগুলি আদালতে ভার্চুয়াল বিচার কার্য চালানো হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই ভার্চুয়াল বিচার ব্যাবস্থা সুষ্ঠুভাবে করা যাচ্ছে না সঠিক পরিকাঠামো না থাকার জন্যে। আবার দেশের বড় বড় শহরের আদালতগুলোতে ভার্চুয়াল বিচার ব্যবস্থা থাকলেও জেলার নিম্ন আদালতগুলোতে ভার্চুয়াল বিচারব্যবস্থার তেমন কোনো আয়োজন নেই। তাই দেশের বহু আইনজীবী উপার্জন হারাতে চলেছেন, অনেকেই রীতিমত বেকার হয়ে গিয়েছেন। অথচ কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের তেমন কোনো ব্যবস্থার কথা বলা নেই আইনজীবীদের জন্যে। তাই তাঁরা এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।  
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages