১০১ বছরের আর এক বিজয়িনী হারালেন করোনা ভাইরাসকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১০১ বছরের আর এক বিজয়িনী হারালেন করোনা ভাইরাসকে

Share This
 অফবিট

আজ খবর (বাংলা), তিরিপাটি, অন্ধ্রপ্রদেশ, ২৬/০৭/২০২০ : গতকাল আমরা খবর করেছিলাম কর্নাটকের শতায়ু এক মহিলার করোনা বিজয়ের কথা, কিন্তু  গতকালই  আরও এক শতায়ু মহিলা হেলায় জয় করেছিলেন মারণ ব্যাধি করোনা ভাইরাসকে। করোনা তাঁকেও হারাতে পারে নি।
মাংগাম্মা নামে এই মহিলার বয়স ১০১ বছর। বাড়ি অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে।  তিনি আজ সুস্থ হয়ে হাসিমুখে বেরিয়ে এলেন তিরুপতির শ্রী পদ্মাবতী মহিলা হাসপাতাল থেকে। হাসপাতালের সুপার ডাক্তার শ্রীরাম জানিয়েছেন, "কিছুদিন আগেই মাংগাম্মা করোনা পজিটিভ নিয়ে আমাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। আমাদের হাসপাতালের ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফ এবং স্যানিটাইজেশন স্টাফেরা তাঁকে সেরা পরিষেবা দিয়েছিলেন। আর এখন মাংগাম্মা সুস্থ হয়ে গিয়েছেন, তিনি ভাল আছেন।" মাংগাম্মার পুরো পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছে। 
আমাদের দেশে এমন বহু মানুষ আছেন, যাঁরা করোনা সংক্ৰমন লুকিয়ে যাচ্ছেন। টেস্ট করাতে ভয় পাচ্ছেন। করোনা ভাইরাসের টেস্ট করাচ্ছেন না। এঁদের থেকেও করোনা সংক্ৰমন হচ্ছে অন্যান্য মানুষের দেহে। এই সব মানুষের শেখা উচিত মাংগাম্মার মত মানুষদের থেকে। আমাদের দেশে এখনো পর্যন্ত ডজন খানেকের বেশি শতায়ু  মানুষ করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন শুধুমাত্র নিজের মানসিক শক্তিতে ভর করে।  এই সব ঘটনাগুলি সেই শিক্ষাই  দেয়, 'কোরোনার লক্ষণ দেখা দিলেই লুকিয়ে না রেখে টেস্ট করানো উচিত'।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages