আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০৭/২০২০ : এবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে ১৫ লক্ষের মাইলস্টোন ছুঁতে চলেছে। প্রতিদিন আমাদের দেশে প্রায় ৫০ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসের শিকার হয়ে চলেছেন। যেটা যথেষ্ট চিন্তাজনক।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, আমাদের দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ৪৯,৯৩১ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ভারতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হল ১৪,৩৫,৪৫৩; যার মধ্যে এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসারত রয়েছেন মোট ৪,৮৫,১১৪ জন মানুষ। চিকিৎসার পর এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৯,১৭,৫৬৮ জন মানুষ।
গত ২৪ ঘন্টায় আমাদের দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৭০৮ জন এবং এখনো পর্যন্ত দেশে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে মোট ৩২,৭৭১ জন হতভাগ্য মানুষের।
আমাদের দেশে সবচেয়ে বেশি সংক্ৰমন ছড়িয়েছে মহারাষ্ট্র রাজ্যে। আরব সাগরের তীরের ওই রাজ্যে এখনো পর্যন্ত মোট ৩,৭৫,৭৯৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্তের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে তামিল নাড়ু। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দক্ষিণ ভারতের এই রাজ্যে এখনো পর্যন্ত মোট ২,১৩,৭২৩ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লী, এখানে এখনো পর্যন্ত মোট ১,৩০,৬০৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমাদের দেশে টেস্টের সংখ্যা আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। গতকাল রবিবারে গোটা দেশে মোট ৫,১৫,৪৭২ জনের দেশের নমুনা টেস্ট করা হয়েছিল। এখনো পর্যন্ত দেশে মোট ১,৬৮,০৬,৮০৩ জনের দেহের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানা গিয়েছে।
Loading...