করোনা ভাইরাস : ইংল্যান্ডকে টপকে চতুর্থ স্থানে উঠে এল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা ভাইরাস : ইংল্যান্ডকে টপকে চতুর্থ স্থানে উঠে এল ভারত

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০৬/২০২০ : ভারতে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার নিরিখে ইংল্যান্ডকেও পিছনে ফেলে ভারত উঠে এল চতুর্থ স্থানে।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২,৯৭,৫৩৫; যার মধ্যে এখন দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে ১,৪১,৮৩২ জনের। গত ২৪ ঘন্টায় দেশে ১০,৯৫৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন মোট ৩৫৬ জন মানুষ। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৮,৪৯৮ এবং বিভিন্ন হাসপাতালগুলো থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ১,৪৭,১৯৫ জন মানুষ।
গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৬,৫৭৯, আর গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন, আর আজ মোট আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২,৯৭,৫৩৫, গতকাল নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,৯৯৬ জন, অর্থাৎ আজ সেই অঙ্কটা ১০ হাজারের গন্ডিও ছাড়িয়ে গেল। তার মানে, এখন প্রতিদিন আমাদের দেশে প্রায় ১১ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৫৭ জন, আর আজ প্রাণ হারালেন ৩৫৬ জন অর্থাৎ মৃত্যুর হার একই রয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা ছিল ১,৪১,০২৯ আর আজ সেই সংখ্যাটা হল ১,৪৭,১৯৫, অর্থাৎ গত ২৪ ঘন্টায় মোট ৬,১৬৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং আমাদের দেশে এখন প্রতিদিন ১১ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন, ৬ হাজারের কিছু বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন আর প্রতিদিন প্রায় সাড়ে তিনশোর কিছু বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এটাই হল এই মুহূর্তে ভারতে করোনা মহামারীর সামগ্রিক পরিস্থিতির একটা চিত্র।
এবার দেখে নেওয়া যাক বিশ্বের প্রথম দশটি দেশে করোনা মহামারী কতটা প্রভাব ফেলেছে। গোটা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,০০,৪৬৪, যার মধ্যে এখনো পর্যন্ত সে দেশে মারা গিয়েছেন ১,১২,৯২৪ জন। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, সেখানে মোট ৭,৭২,৪১৬ জন আক্রান্ত হয়েছেন এবং এখনো পর্যন্ত মারা গিয়েছেন ৩,৯৬,৮০ জন।  তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া,  সেখানে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৩,০২৩ জন, মারা গিয়েছেন ৬,৩৫০ জন।ইংল্যান্ড এতদিন ছিল চতুর্থ স্থানে, কিন্তু ইংল্যান্ডকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২,৯৭,৫৩৫, যার মধ্যে মারা গিয়েছেন ৮,৪৯৮ জন, পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ডের নাম. সেখানে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ২,৯১,৫৮৮ জন, যার মধ্যে মারা গিয়েছেন ৪১,২১৩ জন। ষষ্ঠ স্থানে রয়েছে স্পেন, সেখানে আক্রান্তের সংখ্যা ২,৪২,২৮০, সপ্তম স্থানে আছে ইতালি, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৫,৭৬৩, অষ্টম স্থানে আছে পেরু, সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কিছু বেশি। নবম স্থানে আছে ফ্রান্স, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,৯২,০৬৮ এবং দশম স্থানে রয়েছে জার্মানি, সেখানে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৮৬,৫২২।গোটা বিশ্বে এখনো পর্যন্ত মোট ৭৩,৬০,২৩৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪,১৬,২০১ জন মানুষ।
আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, ওই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭,৬৪৮ (১ লক্ষের কাছে), তামিলনাড়ু রয়েছে দ্বিতীয় স্থানে, সেখানে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮,৭১৬ এরপরেই রয়েছে দিল্লীর নাম,  সেখানে এখনো পর্যন্ত মোট ৩৪,৬৮৭ জন আক্রান্ত হয়েছেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages