ক্রেতার দেখা নেই, চরম আর্থিক সঙ্কটে পোশাক বিক্রেতারা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ক্রেতার দেখা নেই, চরম আর্থিক সঙ্কটে পোশাক বিক্রেতারা

Share This
রাজ্য

আজ খবর ( বাংলা) কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২০ : পশ্চিমবঙ্গে কন্টেইনমেন্ট জোনের বাইরে সর্বত্রই খুলে গিয়েছে দোকান পাট। কলকাতায় খুলে গিয়েছে রেডিমেড গার্মেন্টসের দোকানগুলিও, কিন্তু ক্রেতার দেখা নেই। আর এই কারণে পোশাক বিক্রেতারা চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন।
লক ডাউনের কারণে প্রায় ৭০ দিন বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরেই কলকাতার রেডিমেড গার্মেন্টসের দোকানগুলি খুলে গিয়েছে। শপিং মলগুলিও খুলে গিয়েছে। নিউ মার্কেটের দোকানগুলিও খুলে গিয়েছে। পশরা সাজিয়ে বসেছেন দোকানদারেরাও, কিন্তু ক্রেতার দেখা নেই। পোশাকের দোকানগুলিতে সেভাবে কোনো বিক্রিবাটা নেই বললেই চলে. তাই দোকানদারদের মাথায় হাত।
গতকাল রবিবার ছুটির দিনেও গোটা দিন দোকান খোলা থাকলেও ক্রেতার দেখা মেলেনি। দোকানদারদের বক্তব্য লক ডাউনের কারণে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। চৈত্র সেল, পয়লা বৈশাখ, ঈদের বাজার তাঁরা পাননি। এখন যাও বা  দোকান খোলার অনুমতি পাওয়া গিয়েছে, কিন্তু সারাদিন দোকান খোলা রেখেও কোনো লাভ হচ্ছে না। গোটা কলকাতায় বাস চলাচল এখনো স্বাভাবিক হয় নি। তাছাড়া মানুষ এখনো ভয় পাচ্ছেন দোকানে আসতে। 
দোকান সারাদিন খোলা রাখলেও সারাদিনে একজন ক্রেতাও না আসায় বেশ হতাশ পোশাক মিক্রেতা ব্যবসায়ীরা। তাঁরা বুঝতে পারছেন, এই মুহূর্তে মানুষে হাতে টাকা নেই, অনেকের কাজ চলে গিয়েছে। তাঁদের ক্রেতারাই অর্থ সঙ্কটে ভুগছেন, তাই তাঁরাও অর্থ সঙ্কটে পড়েছেন। কলকাতার পোশাক ব্যবসায়ে অন্তত ৮০% ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে পোশাক ব্যবসায়ে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে  পারে বলে তাঁরা মনে করছেন। কিভাবে তাঁদের ক্ষতিপূরণ হবে তাই নিয়েই চিন্তিত পোশাক ব্যবসায়ীরা।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages