কাশ্মীরে শহীদ তিন সিআরপিএফ জওয়ানকে গান স্যালুট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরে শহীদ তিন সিআরপিএফ জওয়ানকে গান স্যালুট

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা),  শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৫/০৫/২০২০ : গতকাল জম্মু ও কাশ্মীরের কূপওয়ারাতে জঙ্গীদের সাথে এনকাউন্টারে সিআরপিএফ-এর যে তিন জওয়ান শহীদ হয়েছিলেন, তাঁদের আজ  রাষ্ট্রীয়  মর্যাদায় শেষ সন্মান জানালেন সিআরপিএফ-এর কর্তারা।
গতকাল তল্লাশি চালানোর সময় হঠাৎ করেই জঙ্গীদের মুখোমুখি হয়ে পড়েছিলেন সিআরপিএফ-এর জওয়ানরা। জঙ্গীরা লুকোনো জায়গা থেকে গুলি চালাতে শুরু করে দিয়েছিল। এই এনকাউন্টারে সিআরপিএফ-এর তিন জওয়ান শহীদ হয়েছিলেন এবং ৭ জওয়ান আহত হয়েছিলেন। ওই ঘটনায় একজন জঙ্গীকে নিকেশ করা গিয়েছিল। আজ শহীদ তিন জওয়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিলেন সিআরপিএফ-এর জওয়ান ও অফিসাররা। কূপওয়ারার ওই জায়গায় নতুন করে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জঙ্গীদের সাথে এনকাউন্টারে যে তিন জওয়ান শহীদ হয়েছেন, তাঁদের নাম অশ্বিনী কুমার যাদব, সি চন্দ্রশেখর এবং সন্তোষ কুমার মিশ্র।
এদিকে আজ জম্মু ও কাশ্মীরের বদগাঁও-এর পাখেরপোড়া মার্কেটে অতর্কিতে গ্রেনেড বিস্ফোরণ করে জঙ্গীরা। এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বদগাঁও এলাকায়। এই ঘটনায় ২ জন সাধারণ মানুষ অল্পবিস্তর আহত হয়েছেন, তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষয় ক্ষতি হয়নি, তাঁরা সকলেই সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।
আর একটি ঘটনায় কাশ্মীরের ডোডা সেক্টরে, জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদিনের সাথে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাশ্মীর জোন পুলিশ। ওই অঞ্চলে আর্মির সাথে একটি তল্লাশি অভিযানে গিয়েছিল কাশ্মীর জোন পুলিশের একটি দল। ধৃত ব্যক্তির থেকে উদ্ধার করা হয়েছে একটি চীনা  পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী। হিজবুল মুজাহিদিনের সাথে যুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার খবর জানিয়েছেন ডোডা সেক্টরের এস এস পি মুমতাজ আহমেদ। এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages