কলকাতায় মদের দোকানগুলি এখনো খোলেনি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতায় মদের দোকানগুলি এখনো খোলেনি

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ০৪/০৫/২০২০ : কলকাতায় মদের দোকানগুলি এখনো খোলেনি। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল আজ থেকেই রাজ্যের মদের দোকান গুলি খুলে দেওয়া হবে।
গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করেছিল যে, রাজ্যের বেশিরভাগ জায়গায় মদের দোকানগুলি খুলে দেওয়া হবে।দেশে লক ডাউনের প্রথম দিন থেকেই বন্ধ রয়েছে মদের দোকানগুলি। তাই মদ্যপানে অভ্যস্ত যাঁরা, তাঁরা মদ  কিনতে পারছিলেন না। গতকাল শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ের  লক ডাউন। আজ থেকে শুরু হয়ে গেল তৃতীয় পর্যায়ের লক ডাউন। গতকাল বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছিল রাজ্যের সব জোনেই খুলে দেওয়া হবে মদের দোকানগুলি, একমাত্র কন্টেইনমেন্ট জোন ছাড়া।
সংবাদ মাধ্যমে সেই খবর পেয়ে প্রচুর সংখ্যক মানুষ মদের দোকানগুলির সামনে ভিড় জমিয়েছিলেন। নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালেও তা মোটেও পর্যাপ্ত ছিল না। কলকাতায় কিছু কিছু জায়গায় মদের দোকান খুললেও সেই জায়গাগুলিতে অত্যধিক ভিড় হওয়ায় মদের দোকান বন্ধ করে দিতে হয়। পুলিশ এসে ভিড় হঠিয়ে  দেয়। বিভিন্ন দোকানের সামনে পুলিশকে মাইকিং করতেও দেখা যায়।
করোনা মোকাবিলায় তৃতীয় দফার লক ডাউন চলার সময় ঠিক কোন কোন দোকান খোলা থাকবে, তা নিয়ে আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে সিদ্ধান্ত নিয়েই তিনি আজ দুপুরবেলায় সাংবাদিক বৈঠকে হয়ত কিছু জানাতে পারেন। সেই বিবৃতিতে জানা যেতে পারে রাজ্যে মদের দোকানগুলি আদৌ খুলবে কিনা, আর খুললেও কোন কোন জায়গায় খুলবে। সেক্ষেত্রে হয়ত বা তাঁর ঘোষণার পরে আজ বিকেলের দিকে কিছু কিছু জায়গায় খুলে যেতে পারে মদের দোকানগুলি।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages