আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ০৭/০৫/২০২০ : আজ বুদ্ধ পূর্ণিমা, আজ বিশ্ব জুড়ে বৌদ্ধ মানুষরা লক ডাউনের মাঝে ঘরে বাসেই করোনা সঙ্কট থেকে গোটা পৃথিবীর উদ্ধারের জন্যে প্রার্থনা করলেন।
আজ তথাগত বুদ্ধের জন্মদিবসে দ্য ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন ও বুদ্ধগয়া টেম্পল কমিটি সম্মিলিতভাবে অনলাইনে ভার্চুয়ালভাবেই উৎসাহের সাথে পালন করলেন বুদ্ধ জয়ন্তী উৎসব। যদিও অন্যান্য বছরে যে বর্ণাঢ্য সমারোহের সাথে বুদ্ধ জয়ন্তী পালন করা হত গোটা বিশ্ব জুড়ে, এবার দুনিয়া ব্যাপী করোনা ভাইরাসের দাপটে লক ডাউনের জন্যেই সেই সমারোহ কোথাও যেন অনেকটাই মলিন হয়ে গিয়েছে, তবু বৌদ্ধদের মধ্যে উৎসাহের ভাঁটা লক্ষ করা যায়নি একেবারেই।
ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর ধম্মপিয় বলেন, "করোনা মহামারীর মোকাবিলা করছে গোটা পৃথিবী, এই সময় আমরা নিজেদের মধ্যে অনেকটা দূরত্ব বজায় রাখলেও, আমরা আধ্যাত্মিকভাবে, মননে ও সুক্ষভাবে নিজেদের কাছাকাছি আসতে পেরেছি। আর সেভাবেই ভগবান বুদ্ধের কাছে প্রার্থনাও করেছি।" আজ গৌতম বুদ্ধের প্রতি নতমস্তকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন, "ভগবান বুদ্ধদেবের আশিস বাণী হল আমাদের এগিয়ে চলার পাথেয়।"
Loading...