![]() |
পালঘরের এই জায়গাতেই গণপ্রহারের ঘটনা ঘটেছিল |
আজ খবর (বাংলা), মুম্বই, ২২/০৪/২০২০ : মহারাষ্ট্রের পালঘরে ২ সাধু সহ ৩ জনকে পিটিয়ে হত্যার ব্যাপারে রাজ্যের সিআইডি মোট ৩টি এফআইআরের তদন্ত শুরু করে দিল।
গত সপ্তাহে গুরুর শেষকৃত্যে যোগ দিতে মুম্বইয়ের কান্দিভাল্লি থেকে গুজরাটের দিকে একটি গাড়িতে রওনা হয়েছিলেন ২ সাধু। গোটা দেশে লক ডাউন চলতে থাকায় তাঁদেরকে গভীর রাতে গুজরাট সীমান্তে আটকে দেওয়া হয় এবং তাঁরা মুম্বইয়ের দিকে ফিরে আসছিলেন, পথে পালঘরে তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়, সেই সময় শিশুচোর মনে করে সেই অঞ্চলের গ্রামবাসীরা গণপ্রহার করেছিল ওই সাধুদেরকে, পরে সাধুদের এবং গাড়ির ড্রাইভারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন গোটা দেশের সাধু সন্ত সমাজ, তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনার পরেই মহারাষ্ট্র সরকার ঘটনাস্থল থেকে ১১০ জনকে গ্রেপ্তার করেছিল। গোটা ঘটনার তদন্ত করছে সিআইডি। এখনো পর্যন্ত মোট ৩টি এফআইআর দায়ের করা হয়েছে। অলখ অলোক শ্রীবাস্তব নাম এক আইনজীবী পালঘরের ঘটনা নিয়ে মুম্বই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ধৃত ১০১ জনকে ৩০শে এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, এবং ৯ জনকে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।
ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বিবৃতি দিয়ে বলেছেন, "একটা ভুল বোঝাবুঝির বিষয় নিয়ে দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যে সাম্প্রদায়িক কোনো ব্যাপার নেই। সিআইডি ঘটনাটি নিয়ে তদন্ত করছে।"
Loading...