হাত কেটে বাদ হয়ে যাওয়া পুলিশের হাত ফের সক্রিয় হয়ে উঠবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হাত কেটে বাদ হয়ে যাওয়া পুলিশের হাত ফের সক্রিয় হয়ে উঠবে

Share This
ড: জগৎ রাম, ডিরেক্টর PGIMER

আজ খবর (বাংলা), চন্ডিগড়, পাঞ্জাব, ২১/০৪/২০২০ : চন্ডিগড়ে লক ডাউন ভঙ্গকারীদের আটকাতে গিয়ে যে পুলিশ কর্মীর হাত কেটে নেওয়া হয়েছিল, সেই পুলিশ কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
গত ১২ই এপ্রিল একদল 'নিহাং' শিখ যুবক লক ডাউনের শর্ত ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন, তখন ওই পুলিশ কর্মী বাধা দিলে তাঁর সাথে বচসা  লেগে যায় ওই যুবকদের। এর পরে এক 'নিহাং' শিখ যুবক তরোয়াল বের করে ওই পুলিশ কর্মীর হাতে কোপ বসিয়ে দেয়, ওই ঘটনায় পুলিশ কর্মীর হাত কেটে পরে যায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজ্যের  সেরা প্লাস্টিক সার্জেন ডাক্তার  তাঁর হাতের অস্ত্রপ্রচার করে হাতটি জুড়ে দেন।
ওই ঘটনার সময় থেকেই ওই পুলিশ অফিসার হাসপাতালে ভর্তি ছিলেন। হাত জুড়ে যাওয়ার পর ডাক্তাররা ওষুধের ওপরেই বেশি গুরুত্ত্ব দিয়েছিলেন। আজ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ-এর (PGIMER) তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "দ্রুত সুস্থ হয়ে উঠছেন পাঞ্জাব পুলিশের এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরজিৎ সিং। এখন তাঁর হাতের যা পরিস্থিতি, তাতে আগামী ৫ বা ৬ মাস ঠিক মত ফিজিও থেরাপি করা হলে ফের আগের মতোই সক্রিয় হয়ে উঠবে তাঁর হাতটি।" 
নিঃসন্দেহে এটা খুব ভাল খবর, যে হাত চিরকালের জন্যে হারিয়ে ফেলতে বসেছিলেন হরজিৎ সিং, সেই হাত ডাক্তারের চেষ্টায় ফিরে তো পেলেনই, এবার ফিজিও থেরাপি করে সেই হাত ফের সক্রিয় হতে চলেছে আগের মত করে। ইতিমধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং এই পুলিশ অফিসারের ভূয়সী প্রশংসা করেছেন।

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages