আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৬/০৪/২০২০ : "দেশের বিভিন্ন জায়গায় করোনা মহামারীর প্রকোপ কমেছে, কিন্তু তাই বলে অসাবধান হলে চলবে না," বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যান্য রবিবারের মত আজও প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিওতে তাঁর 'মন কি বাতে' অনুষ্ঠান করলেন। করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশ যেভাবে লক ডাউন মেনে নিয়ে সহযোগিতা করেছে এবং মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার জন্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি, সেই সঙ্গে হিন্দুদের অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। যেভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাড়িতে বসেই 'ইস্টার সানডে' পালন করেছেন, তার জন্যেও খ্রিস্টান মানুষদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় করোনা মহামারীর প্রকোপ কমেছে, কিছু কিছু রাজ্যে সেই প্রকোপ একেবারেই নেই, যেমন গোয়া, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ইত্যাদি। কিন্তু মোদী আজ মনে করিয়ে দিয়েছেন, কোরোনার প্রকোপ কমে গেছে বলেই অসাবধান হওয়ার কোনো জায়গা নেই। তিনি বলেছেন, "সাবধানী হঠি , দুর্ঘটনা ঘটি", অর্থাৎ সাবধানতা হঠে গেলেই দুর্ঘটনা ঘটে যাবে। তাই অসাবধান হওয়ার কোনো উপায় নেই। তিনি বলেছেন "আত্মবিশ্বাসী হয়ে চলবেন না, তাতে বিপদ ফের আসতে পারে, তাই সরকারের প্রতিটা নির্দেশ পালন করুন আর করোনা মহামারীকে দেশ থেকে করানোর যুদ্ধে সামিল থাকুন।"
Loading...