দূরত্ব বজায় রাখতে বলায় পুলিশকে তরোয়াল দিয়ে কোপাল শিখ যুবক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দূরত্ব বজায় রাখতে বলায় পুলিশকে তরোয়াল দিয়ে কোপাল শিখ যুবক

Share This
হচ্ছেটা কি

আজ খবর (বাংলা), পাতিয়ালা, পাঞ্জাব, ১২/০৪/২০২০ : লক ডাউন অমান্য করার জেরে পাতিয়ালার সবজি বাজারে পুলিশকে কোপাল এক ব্যক্তি, এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ঘটনার সূত্রপাত আজ সকালে। পাতিয়ালার সবজি বাজারে বেশ ভিড় লক্ষ করা যাচ্ছিল, সেই সময় পুলিশ সাধারণ মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখতে বলেন। কিন্তু সেই দূরত্ব বজায় রাখা নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক, বিতর্ক থেকে ধাক্কাধাক্কি, আর তার পরেই চরম অশান্তি শুরু হয়ে যায় সেই অশান্তি সামাল দিতে এগিয়ে আসেন এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরজিত সিং, অশান্তিতে জড়িয়ে পড়েন কয়েকজন  নিহাঙ  শিখ (এঁরা নিহাঙ বা অকালি যোদ্ধা হিসেবে পরিচিত,  বড় জোব্বা পরে থাকেন, এঁদের কাছে কৃপাণ ছাড়াও সবসময় থাকে তরোয়াল), তাঁদের মধ্যেই একজন তরোয়াল বের করে কোপ  বসিয়ে দেন ওই পুলিশ অফিসারের হাতে। মুহূর্তে রক্তগঙ্গা বয়ে যায় ঘটনাস্থলে। সম্ভবত পুলিশ অফিসারের হাত দুই টুকরো হয়ে গিয়েছে । 
তরোয়াল দিয়ে আঘাত করা ওই ব্যক্তি ছাড়াও তার সহযোগী আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাবের  সেরা প্লাস্টিক সার্জেনকে ডাকা হয়েছে ওই অফিসারের হাতে অপারেশন করার জন্যে। আজ সকালে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি বলেছেন, "আক্রমণকারীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশের ওপর এরকম বর্বর আক্রমন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হয়েছে, ওই ব্যক্তিকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages