ব্যারাকপুরে চটকলের সামনে শ্রমিকদের ভিড় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ব্যারাকপুরে চটকলের সামনে শ্রমিকদের ভিড়

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ, ২০/০৪/২০২০ : চটকল খুলছে শুনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি চটকলের সামনে ভিড় জামালেন কারখানার  শ্রমিকরা। 
লক ডাউন চললেও দেশের স্বার্থে পশ্চিমবঙ্গের ১৮ টি চটকল খুলে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। মমতা সাংবাদিকদের জানিয়েছিলেন, '১৮টি চটকল খুলে দিলে রাজ্যের বাকি চটকলগুলি অসুবিধায় পড়তে পারে', তাই রাজ্যের সব চটকলগুলিকেই খুলে দেওয়ার নিত্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার সাথে তিনি শর্ত দিয়েছিলেন যে, 'চটকলগুলিতে সর্বাধিক ১৫% শ্রমিক কাজ করতে পারবে। তার বেশি নয়; শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকে মুখে মাস্ক পড়েই কাজ করতে পারবেন।' 
আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি চটকলের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চটকল কারখানার  শ্রমিকদের। সেখানে কিছু শ্রমিকের মুখে কাপড় বাঁধা থাকলেও অনেকের মুখে কোনো আবরণ ছিল না; উপস্থিত শ্রমিকদের মধ্যে একজন বলেন, "কারখানার গেট এখনো পর্যন্ত খোলেনি। কাজ করার জন্যে আমাদের কনট্রাক্টর আজ ডেকেছিলেন, যদিও কারখানার তরফ থেকে আমাদের কিছুই জানানো হয় নি।"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages