আজ খবর (বাংলা), করাচি, পাকিস্তান, ০৪/০৪/২০২০ : লক ডাউন অমান্য করাকে কেন্দ্র করে পুলিশের সাথে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটল পাকিস্তানের করাচী শহরে।
পাকিস্তানের করাচি শহরে করোনা মহামারীতে অআক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করাচী শহরের বাইরে মোট ৯টি জায়গায় আলাদা করে কবরখানা তৈরী করা হয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের জন্যে। গোটা সিন্ধ প্রদেশ সহ করাচী শহরে লক ডাউন চলছিল কয়েকদিন ধরে, কিন্তু সেই লক ডাউন নিয়েই আজ অশান্তির আগুন ছড়াল করাচিতে।
ঘটনার সূত্রপাত করাচির লিয়াকতাবাদের একটি মসজিদকে ঘিরে। গোটা সিন্ধ প্রদেশ জুড়েই লক ডাউনের ডাক দেওয়া হয়েছিল দিনে ৩ ঘণ্টার জন্যে। গতকাল সেই লক ডাউন ভেঙেই সাধারণ মানুষ মসজিদে নামাজ পড়তে ভিড় করেন। সেই সময় পুলিশ নামাজ থামাতে বলে, এবং ভিড় না করতে অনুরোধ জানালে মসজিদের ইমামের রোষানলে পড়তে হয় কার্তব্যরত পুলিশদের।
এর পরেই নামাজ পড়তে আসা মানুষরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনা গড়ায় হাতাহাতি ও সংঘর্ষের দিকে। ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী। এই ঘটনায় ২ জন পুলিশ জখম হয়েছেন, যদিও এই দুই পুলিশকে বেশ কিছুটা পরে একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। আজ থেকে গোটা সিন্ধ প্রদেশেই দুপর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত লক ডাউন করা থাকবে, কোনোরকম যানবাহনও চলবে না।
কিন্তু সারা দিনে মাত্র সাড়ে ৩ ঘণ্টার জন্যে লক ডাউন থাকলে কোরোনার মত মহামারীকে আদৌ আটকানো যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তানে।
Loading...