আজ খবর (বাংলা), মোরাদাবাদ, উত্তর প্রদেশ, ২০/০৪/২০২০ : উত্তর প্রদেশের সেই ডাক্তার যিনি করোনা রোগীদের চিকিৎসা করতে করতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে পড়েছিলেন, সেই ডাক্তার গতকাল গভীর রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মোরাদাবাদের চিফ মেডিকেল অফিসার ডক্টর এম সি গর্গ জানিয়েছেন, "এই চিকিৎসক মোরাদাবাদের তীর্থঙ্কর মহাবীর ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে।"
করোনা মহামারীকে মোকাবিলা করার জন্যে সামনে থেকে যে সব মানুষ লড়াই করে চলেছেন, তাঁদের একেবারে সামনের সারিতে রয়েছেন ডাক্তাররা, যাঁদেরকে নিয়মিত করোনা রোগীর সংস্পর্শে আসতেই হয়, দিনের পর দিন, রাতের পর রাত পরিবার পরিজনকে ভুলে কাজ করে যেতে হয় জরুরি পরিষেবা দিয়ে যাওয়ার লক্ষে। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে করোনা রোগে উত্তর প্রদেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১০৮৪, এর মধ্যে ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
Loading...