রসুন থেকে করোনার ওষুধ তৈরিতে উদ্যোগ ভারতীয় বিজ্ঞানীদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রসুন থেকে করোনার ওষুধ তৈরিতে উদ্যোগ ভারতীয় বিজ্ঞানীদের

Share This
অফবিট

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৪/০৪/২০২০ : জৈব প্রযুক্তি দপ্তরের অধীনস্থ সংস্থা মোহালীর সেন্টার অফ ইনোভেটিভ এন্ড অ্যাপ্লায়েড বায়োপ্রসেসিং (ডিবিটি – সিআইএবি) কোভিড – ১৯ এর সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানীরা রসায়নবিদ্যা, কেমিকেল ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি, পুষ্টিবিদ্যা, মলিকিউলার বায়োলজি এবং ন্যানো টেকনোলজি মাধ্যমে ওষুধ তৈরির কাজ চালাচ্ছেন। 
ভাইরাস প্রতিরোধী একটি ন্যানো কমপ্লেক্স তৈরির জন্য তাঁরা রোজ অক্সাইড সমৃদ্ধ সিন্ট্রোনেলা তেল, কারবোপোল, ট্রাইইথানোলামাইন ব্যবহার করে এমন একটি ওষুধ তৈরি করবেন, যেটি নাক দিয়ে টানা যাবে। এর ফলে বুকে করোনা ভাইরাসের কারণে কফ জমলে তার থেকে আরাম পাওয়া যাবে। 
গবেষকরা, ফলের খোসা এবং বীজ থেকেও নানা রকমের ওষুধ তৈরির কাজ চালাচ্ছেন। সার্স – কোভ – দুই-এর সংক্রমণ আটকাতে রসুন থেকে তেল নিষ্কাশন করে, প্রাপ্ত উপাদানটি ব্যবহার করা যায় কি না, তা নিয়ে পরীক্ষা – নিরীক্ষা চলছে। বিজ্ঞানীরা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে কম খরচে এধরণের কিছু ওষুধ তৈরীর  চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages