এবার কোরোনার চিকিৎসক ও স্ব্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দেবে পুলিশ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার কোরোনার চিকিৎসক ও স্ব্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দেবে পুলিশ

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১২/০৪/২০২০ :  করোনা মহামারীর মোকাবিলায় বিপদের ঝুঁকি আছে জেনেও একেবারে সামনে থেকে যে সব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র সরকার।  
যেসব মানুষ করোনা মহামারীর মোকাবিলায় একেবারে সামনে থেকে কাজ করে যাচ্ছেন , তাঁদের মধ্যে প্রথম সারিতে পড়েন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষের হাতে তাঁদের আক্রান্ত হতে হচ্ছে।  এইসব মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কাজ করতে গিয়ে তাঁরাও আক্রান্ত হয়ে পড়ছেন, তাঁদেরকেও কোয়ারেন্টাইন করা হচ্ছে, এমনকি তাঁদের মৃত্যুও হয়েছে। তবু কিছু মানুষ এই সব চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের হেনস্থা করতে ছাড়ছেন না; মধ্যপ্রদেশের ইন্দোরে ডাক্তার  ও স্বাস্থ্যকর্মীদের দিকে পাথর ছুঁড়েছিল বর্বর কিছু মানুষ। এমন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। তাই এবার ককেডির সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে চাইছে।
কোভিড-১৯ এর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হয়রানি ও হেনস্থা রোধে তাদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন কে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হাসপাতাল, যে সমস্ত জায়গায় কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে এবং যে সব জায়গায় সংক্রমণের আশঙ্কায় কোয়ারিন্টিন করা হয়েছে সেখানেই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ এর স্ক্রিন্নিং করার জন্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা যেখানে যেখানে যাবেন সেখানেও যাতে পুলিশী নিরাপত্তা দেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages