আজ খবর (বাংলা), কলকাতা, ১৪/০৪/২০২০ : করোনা মহামারীর মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন, আর সেই লক ডাউনের মাঝেই পথে নেমে কাজ করতে থাকা সাংবাদিক ও পুলিশ কর্মীদের দিকে মানবিক হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন 'উজান'।
লক ডাউনের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত পুলিশ কর্মীরা এবং সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তা প্রশংসা কুড়িয়েছে সমাজের সব অংশ থেকেই। দিবা রাত্রি নিজেদের প্রাণ ও পরিবারের কথা চিন্তা না করেই কাজ করে চলেছেন পুলিশ কর্মী ও সাংবাদিকরা। কিন্তু করোনা প্রতিরোধের জন্যে এই সব মানুষের কাছে যে সব সামগ্রী ছিল তা মোটেই যথেষ্ট ছিল না।
'উজান' একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের কর্মীরা নিজেদের সাধ্যমত গতকাল বেহালা অঞ্চলের সংবাদ মাধ্যমের কর্মী এবং বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের হাতে তুলে দিয়েছে করোনা মহামারীর প্রতিরোধক সামগ্রী। যার মধ্যে ছিল এক জোড়া গ্লাভস, ওয়াশেবল মাস্ক, দুটি হ্যান্ড স্যানিটাইজার ও মাথার কভার। উজানের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
Loading...