![]() |
উহান শহর |
আজ খবর (বাংলা), বেজিং, চীন, ২৭/০৪/২০২০ : চীনের উহানের হাসপাতালগুলিতে আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই বলে জানালো চীন, অর্থাৎ উহানে এখন আর কোনো করোনা রোগী নেই।
গত তিন মাসেরও বেশি সময় ধরে করোনা ভাইরাসের সাথে লড়াই করে চলেছে চীন। সবচেয়ে বড় কথা হল, চীনের উহান থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। উহান শহর ছিল করোনা মহামারীর প্রাণকেন্দ্র, কিন্তু এখন আর সেই শহরে আর একজনও করোনা আক্রান্ত রোগী নেই বলে সরকারিভাবে জানিয়ে দিল চীন।
উহানে করোনা আক্রান্ত শেষ রোগী ছিলেন ৭৭ বছর বয়স্ক ডিং নামে একজন , তাঁর চিকিৎসা চলছিল। শেষ দুটি পরীক্ষায় তাঁর নেগেটিভ রিপোর্ট আসায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর দেহে এখন আর সংক্রমণের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উহান করোনা মুক্ত হলেও সেখান থেকে যে মারণ ভাইরাস গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, তার জেরে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। তার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২ লক্ষ মানুষ। গোটা বিশ্বের অর্থনীতি ঠেকেছে তলানিতে। এখনো বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংক্ৰমন, চিকিৎসা এবং লক ডাউন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের তামাম মানব সমাজ।
Loading...