আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১২/০৪/২০২০ : চরম সঙ্কটে পড়েছে মুম্বইয়ের পোষ্য এবং পথ পশুরা। অর্ধাহারে এবং অনাহারেই কাটছে তাদের দিনগুলো।
দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র বাসিন্দারা। তাই গোটা মহারাষ্ট্র জুড়েই লক ডাউনের কড়াকড়ি খুব বেশি রয়েছে। এমতাবস্থায় মুম্বইয়ে পোষ্য কুকুরদের খাবারের ব্যাপক আকাল দেখা দিয়েছে। পেট শপ গুলিতে পোষ্যদের খাবারে স্টক ফুরিয়েছে অনেক দিন হল, তাই পোষ্যদের ডগ ফুড দেওয়া যাচ্ছে না, তবু তারা বাড়ির রান্না করা খাবার খেয়ে বেঁচে রয়েছে, কিন্তু পথের কুকুরদের অবস্থা আরো ভয়ানক। লক ডাউনের কড়াকড়ির জন্যে সেখানে বেশিরভাগ জায়গায় পথ সারমেয়দের ঠিকমত খাবার দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পথের কুকুররা ঠিকমত খেতে পাচ্ছে না।
শুধু তাই নয়, মুম্বইয়ের পশুপ্রেমীরা জানাচ্ছেন, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় পথের কুকুরদের অনেকগুলিকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় গেল, আদৌ তারা বেঁচে আসছে কিনা বোঝা যাচ্ছে না। মুম্বইয়ের নেরুল, ভাসি এইসব অঞ্চল থেকে একের পর এক পথ কুকুর নিখোঁজ হয়ে গিয়েছে; কিছুদিন আগেই এই ব্যাপারে পশুপ্রেমীরা মিউনিসিপালিটিকে চিঠিও দিয়েছিল, কিন্তু পুর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে তাদের কিছু করার নেই। এরপর পশুপ্রেমীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কুকুরদের খুঁজতে বেরিয়ে গেলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় নি। এখন লক ডাউন নিয়ে মুম্বইয়ের রাস্তাঘাটে এতটাই কড়াকড়ি চলছে যে, পথের কুকুরদের ঠিকমত খাওয়ানো যাচ্ছে না। খেতে না পেয়ে, জল না পেয়ে মুম্বইয়ের রাস্তায় অনেক কুকুরকে ক্লান্ত ও অসুস্থ হয়ে পরে থাকতে দেখা গিয়েছে।
পশুদের খাবার বিক্রি করে যে সব দোকানদার, তাঁরা বলছেন কুকুর আর পাখিদের খাবার একেবারেই অমিল মুম্বইতে। যেটুকু স্টক পড়েছিল সেই দিয়েই কোনোভাবে কাজ চলছে। প্রশাসন এই ব্যাপারে মুখে কুলুপ লাগিয়েছে। এই পরিস্থিতি যদি শুধু মুম্বইতে হয়ে থাকে, তাহলে গোটা দেশে পথপশুদের কি অবস্থা হতে পারে, সেটা ভাবতে গিয়েই শিউরে উঠছেন পশুপ্রেমীরা, যেখানে এখনো লক ডাউনের অনেকগুলি দিন এখনো বাকি রয়েছে।
Loading...