এবার সমাজসেবাতেও দাদাগিরি সৌরভ গাঙ্গুলির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার সমাজসেবাতেও দাদাগিরি সৌরভ গাঙ্গুলির

Share This
 খেলাধুলা

আজ খবর (বাংলা), কলকাতা, ০৪/০৪/২০২০ : বহুদিন ধরে ক্রিকেটের ২২ গজে  দাদাগিরি করে এসেছেন, এখন বিসিসিআইয়ের হয়ে ব্যাট ধরেও চলছে সেই দাদাগিরি, এবার সমাজসেবাতেও সমানতালে দাদাগিরি চালিয়ে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।  বেলুড় মঠের পর এবার ইস্কনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহারাজ।
করোনা মহামারীর সঙ্কটময় দিনগুলোতে গোটা দেশ জুড়ে ইসকন প্রতিদিন ৪ লক্ষ মানুষের মুখে অন্ন দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে,  যার মধ্যে কলকাতায় প্রতিদিন ১০,০০০ মানুষকে রেশন ছাড়াও রান্না করা খাবার তুলে দিচ্ছে ইসকন। বিপন্ন মানুষগুলো যাতে অভুক্ত না থাকেন, সে জন্যে ইস্কনের এই মহৎ কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি।  বেলুড় মঠে তিনি ২০০০ কিলো চাল ও অন্যান্য সামগ্রী তুলে দিয়েছিলেন, এবার ইস্কনের হাত ধরে দেশের অভুক্ত মানুষের সেবায় নামলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
ইস্কনের তরফ থেকে সৌরভের সহযোগিতা ও সাহায্যের কথা স্বীকার করে নিয়ে ইস্কনের ভাইস  প্রেসিডেন্ট  রাধারমন দাস বলেছেন, "প্রতি ২ ঘণ্টা অন্তর আমাদের রান্নাঘর স্যানিটাইজ করা হচ্ছে। বাছাই করা কিছু সাধু ছাড়া সেই রান্নাঘরের মধ্যে অন্য্ কারোর প্রবেশাধিকার নেই। "
সৌরভ গাঙ্গুলি আজ সাংবাদিকদের বলেন, "গোটা বিশ্ব এরকম অবস্থা  কখনো  দেখেনি। এই  সঙ্কট জনক পরিস্থিতিতে সকলেরই এগিয়ে আসা  উচিত।  কেউই ক্ষুধার্ত থেকে যাবেন, এটা কাম্য হতে পারে না।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages