![]() |
লক ডাউনের মাঝেই শুরু হল কেদারনাথের 'ডোলি যাত্রা' |
আজ খবর (বাংলা), রুদ্রপ্রয়াগ, উত্তরাখন্ড, ২৬/০৪/২০২০ : আজ শুভ অক্ষয় তৃতীয়া। শীতকালে বন্ধ থাকার পর এবার দ্বারোদ্ঘাটন হতে চলেছে উত্তরাখণ্ডের চারধামের।
আজ 'বম বম' ধ্বনি তুলে রুদ্রপ্রয়াগের গদ্দিস্থল থেকে কেদারনাথের ডোলি রওনা দিল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আজ ভোর রাতেই গদ্দিস্থলের মন্দিরে পুজো শেষ করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেওয়া হল। কেদারনাথের প্রধান পুরোহিতের নেতৃত্বে ফুল মালায় সুসজ্জিত একটি গাড়িতে করে এই ডোলি রুদ্রপ্রয়াগের গদ্দিস্থল থেকে যাত্রা শুরু করে পৌঁছাবে গৌরিকুন্ডে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে শুরু হবে যাত্রা, সেই পদ যাত্রা গিয়ে পৌঁছাবে কেদারনাথ মন্দিরে। মন্দির খুলবে ২৯ তারিখ সকাল ৬টা ১০ মিনিটে।
ভগবান পৌঁছাবেন কেদারনাথে, তারপরেই দ্বার উদ্ঘাটন করা হবে কেদার নাথ মন্দিরের। গিয়ে দেখা যাবে যে প্রদীপ মন্দির বন্ধ করার সময় জ্বালিয়ে আসা হয়েছিল সেই প্রদীপ তখনও জ্বলছে। এরপরেই শুরু করা হবে কেদারনাথের অভিষেক পুজো, এরপর সাধারণ ভক্তেরা দর্শন করতে আসতে পারবেন। তবে যেহেতু এখন করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন, তাই কেদারনাথের যাত্রায় খুব অল্প সংখ্যক ভক্তেরা যোগ দেবেন এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন বলে জানানো হয়েছে। লক ডাউন চলার জন্যে মাঝখানে বিশ্রাম নেওয়ার জন্যে কোথাও দাঁড়ানো হবে না বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে যতক্ষণ না লক ডাউন উঠে যাচ্ছে, ততক্ষণ কেদারনাথ দর্শন সাধারণ ভক্তদের জন্যে বন্ধই রাখা হতে পারে বলে জানা গিয়েছে। কেদারনাথ মন্দির খুলবে আগামী ২৯ তারিখে, কিন্তু আগামী ৩ তারিখ পর্যন্ত দেশে লক ডাউন থাকায় দর্শনার্থীদের ভিড় হবে না সেখানে।
কেদারনাথ মন্দির খুলে যাওয়ার একদিন পরেই খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দির। সেক্ষেত্রে আগামী ৩০ তারিখে বদ্রীনাথ মন্দির খুলে যাওয়ার কথা থাকলেও, বদ্রীনাথ মন্দির কমিটি ঘোষণা করেছে, গোটা দেশে লক ডাউন চলায় এই বছর বদ্রীনাথ মন্দির খুলবে আগামী ১৫ই মে ভোর সাড়ে চারটের সময়। লক ডাউন না উঠলে উত্তরাখণ্ডে এবছর চারধাম যাত্রাও শুরু করা হবে না।
Loading...