আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২০/০৪/২০২০ : করোনা মহামারীর মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। সেই লক ডাউনের বেশ কিছু শর্ত শিথিল করায় কেরালা সরকারকে রীতিমত তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র সরকার।বেশ কিছুদিন ধরেই লক ডাউন চলছে গোটা দেশে। প্রথমদিকে কেরালায় করোনার প্রভাব ছিল খুবই বেশি। তাই সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা খুব বেশি হয়ে গিয়েছিল। কিন্তু ধাপে ধাপে সেই সংখ্যা কমিয়ে আনতে পেরেছে কেরালা সরকার। এতদিন ধরে লক ডাউন চলার পর কেরালা সরকার লক ডাউনের শর্তে কিছুটা ঢিলে দিতে চেয়েছিল। সূত্রের খবর, কেরালায় লক ডাউনের নতুন গাইড লাইন অনুযায়ী বেশ কিছু স্থানীয় ওয়ার্কশপ খুলে দেওয়ার কথা জানানো হয়, শুধু তাই নয়, খুলে দেওয়ার কথা বলা হয় সেলুন ও বিউটি পার্লারগুলোকে , রেস্টুরেন্টগুলিকেও খুলে দিতে বলা হয়, গাড়ির পিছনের আসনে দুজন বসবেন এই শর্তে গাড়ি চলতে দেওয়ার কথা বলা হয়, এমনকি দুই চাকার গাড়ির পিছনে অন্য কাউকে চাপানো যাবে বলেও জানানো হয়।
কেরালায় বইয়ের দোকানগুলোও খুলে দিতে বলা হয়, স্বল্প দূরত্বে বাস চালানো হবে বলে জানানো হয়। গোটা দেশে করোনা মোকাবিলায় প্রথমবারের জন্যে ২৫শে মার্চ এবং দ্বিতীয়বারের জন্যে ১৪ই এপ্রিল লক ডাউন ঘোষণা করা হয়েছিল, এবং তা চলবে আগামী ৩রা মে পর্যন্ত। এখনো পর্যন্ত দেশে ৫০০ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার কেরালা রাজ্য সরকারের লক ডাউনের ওপর নতুন গাইডলাইন তুলে নিতে নির্দেশ দিয়েছে, এবং লক ডাউন কঠোরভাবে চালিয়ে নিয়ে যেতে বলেছে । কেরালা এখনো পর্যন্ত গ্রিন জোনে যেতে পারেনি।
Loading...