দুর্গাপুরের গবেষকরা বানালেন জীবাণুমুক্তির মেশিন, দেশজুড়ে চাহিদা তুঙ্গে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দুর্গাপুরের গবেষকরা বানালেন জীবাণুমুক্তির মেশিন, দেশজুড়ে চাহিদা তুঙ্গে

Share This
রাজ্য
প্রতীকী ছবি 

আজ খবর (বাংলা), দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২০ : জীবাণুমুক্তির নতুন মেশিন আবিস্কার করে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের ইঞ্জিনিয়ার গবেষকরা। দেশজুড়ে সেই মেশিনের চাহিদা বাড়তে চলেছে।
বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব রোখার লক্ষে দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্র (কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সি এস আই আর) নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার ফলশ্রুতি হিসাবে সি এস আই আর এর অন্যতম সেরা গবেষণাগার দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা এই মারণ ভাইরাস মোকাবিলায় অগ্রণী ভূমিকা নেবে। 
জীবাণুমুক্ত হাঁটার পথঃ- কোন নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে সেই পথেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবাণুমুক্ত করার কৌশল হল ডিসইনফেকশন ওয়াক ওয়েজ। খুব সামান্য কিছু জায়গা বাদ দিয়ে কোন ব্যক্তির পূর্ণাঙ্গ জীবাণুমুক্তি ঘটানো হয় এই পদ্ধতিতে। এই কাজ করার জন্য দু ধরণের ওয়াক ওয়েজ তৈরি করেছে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট। এই ওয়াক ওয়েজ গুলিকে আইসলেশন, কয়ারিন্টাইন সুবিধাযুক্ত বাড়ীতে ঢোকার আগে ও পরে, হাসপাতাল, মেট্রো স্টেশন, শপিং মল এবং অফিসে এটি লাগানো যেতে পারে। 
যে দু ধরণের জীবাণুমুক্তকরণ যন্ত্র তৈরি করা হয়েছে তার একটি হোল নিউম্যাটিক ভ্যারিএন্ট ডিসিনফেকশন ওয়াক ওয়ে এবং অপরটি হোল হাইড্রলিক ভ্যারিএন্ট ডিসিনফেকশন ওয়াক ওয়ে। দুটি যন্ত্রের সাহায্যে মাত্র ২০-৪০ সেকেন্ডের মধ্যে জীবাণুমুক্তি ঘটানো যেতে পারে। এছাড়াও সড়ক জীবাণু মুক্ত করার জন্য একধরনের গাড়ীও গবেষণাগারে উদ্ভাবন করা হয়েছে। মহাসড়ক, আবাসন, অফিস চৌহদ্দি, ক্রীড়াঙ্গন, অ্যাপার্টমেন্ট জীবাণুমুক্ত রাখার জন্যও গাড়ীটি ব্যবহার করা যেতে পারে।   
আসানসোল ও দুর্গাপুর পুরসভা এই গাড়ি  কেনার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages