আজ খবর (বাংলা), কলকাতা, ২৮/০৪/২০২০ : এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫২২ বলে জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। মৃতের সংখ্যা ২২।
আজ বিকেলে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সাংবাদিকদেরকে জানান, রাজ্যে নতুন করে আরও ২৮ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন, মোট আক্রান্তের সংখ্যা ৫২২, গত ২৪ ঘন্টায় ২০ জন সুস্থ হয়ে গিয়েছেন, তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সবথেকে বেশি করোনা আক্রান্তের খবর আসছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে। তাই এই জায়গাগুলির দিকে রাজ্য সরকার অনেক বেশি নজর রেখেছে। ইতিমধ্যে নতুন করে ১,১৮০টি টেস্ট করা হয়েছে, এবং এখনো পর্যন্ত রাজ্যে মোট ১৩,২২৩টি টেস্ট করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে করোনা রোগে মৃতের সংখ্যা ২২ বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।
রাজীব সিনহা জানিয়েছেন, এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইন রয়েছেন ৫,৩৮৮ জন এবং হোম কোয়ারেন্টাইন রয়েছেন ১৬,০৫২ জন। করোনা ট্রিটমেন্ট বাড়িতেও করা যেতে পারে, তবে যদি সেই সংক্ৰমন মৃদু হয় এবং বাড়িতে আইসোলেশানের মত পর্যাপ্ত জায়গা এবং পরিকাঠামো থাকে তবেই বাড়িতে থেকেও চিকিৎসা করানো যাবে। তবে সরকারি বা স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।
যদি কেউ চান করোনা রোগের চিকিৎসা যে কোনো বেসরকারি হাসপাতাল থেকেও করাতে পারেন, তবে সরকারি হাসপাতালগুলিতে এখনো যথেষ্ট বেড খালি রয়েছে।
রাজ্যের চারটি জেলাতে (রেড জোনে) যে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে কলকাতায় রয়েছে ২২৭টি এলাকা, হাওড়ায় রয়েছে ৫৬টি এলাকা, উত্তর ২৪ পরগনায় রয়েছে ৫৭টি এলাকা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে ৮টি এলাকা। অনেকদিন ধরেই কালিম্পঙ এবং জলপাইগুড়ি জেলা থেকে নতুন কেউ আক্রান্ত না হওয়ার কারণে এই দুই জেলাকে ২ তারিখের পর থেকে গ্রিন জোনে আনা হতে পারে, যদি এই জায়গাগুলি থেকে আর নতুন করে কোনো কেস না আসে।
রাজ্য সরকার যে ফেস শিল্ডের অর্ডার দিয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই ২৫ হাজারটি এসে গিয়েছে, যে সব স্বাস্থ্যকর্মী সামনে থেকে সেবা করে করোনা রোগীদের সংস্পর্শে আসছেন, সেগুলি শুধুমাত্র তাঁদেরকেই দেওয়া হবে বলে জানিয়েছেন রাজীব সিনহা। এই ফেস শিল্ডগুলি আগামীকাল থেকে দেওয়া শুরু করা হবে।
একেবারে সামনে থেকে যে সব স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের সংস্পর্শে আসছেন তাঁদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ১ লক্ষ টাকার যে বীমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত ২১ জনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজীব বাবু। যে দুজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজনেই আত্মীয়দের হাতে আজ ১০ লক্ষ টাকার চেক দিয়েছে রাজ্য সরকার, আগামীকাল আর একজনের আত্মীয়াদের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা ।
Loading...