আজ খবর(বাংলা), নতুন দিল্লী, ১১/০৪/২০২০ : করোনা মহামারীর মোকাবিলায় চিন্তার ভাঁজ বাড়ছে কেন্দ্র সরকারের কপালে। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর যে পরিসংখ্যান দিয়েছে, তাতে গত ২৪ ঘণ্টার মধ্যে ১,০৩৫টি নতুনভাবে করোনা আক্রান্তের খবর সামনে এসেছে। শুধু তাই নয়, মৃত্যুর সংখ্যাও বেড়েছে ৪০টি।
দেশ সাক্ষী থাকল করোনা ভাইরাসের জেরে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশ এখনো করোনা মহামারী তৃতীয় স্তরে প্রবেশ করে যায়নি, এখনো সেভাবে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যায় নি আমাদের দেশে। কিন্তু গতকাল এত বেশি পরিমাণে নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর এসেছে, যেটা বেশ চাপে ফেলে দিয়েছে সরকারকে।
যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা ভারতবর্ষের জনসংখ্যা ও জনঘনত্বের দিক থেকে খুব বিপদের না হলেও, সংখ্যাটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে, যদিও বেশ কিছু মানুষ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত ভারতে সুস্থ হয়ে যাওয়া মানুষের তুলনায় মৃতের সংখ্যা কম রয়েছে। কিন্তু যেভাবে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দপ্তর।
নতুনকরে আক্রান্তের ক্ৰমবৰ্ধমান সংখ্যাই বলে দিচ্ছে, দেশে লক ডাউন ঠিকমত মানা হচ্ছে না। যার ফলে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। আর নতুন করে আক্রান্তের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডাকা লক ডাউন আগামী ১৪ তারিখ শেষ হয়ে যাচ্ছে। আজ সব মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স বসবেন নরেন্দ্র মোদী, আলোচনা হবে লক ডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, সেই মত সিদ্ধান্ত নিয়ে আগামীকাল হয়ত ফের একবার প্রধানমন্ত্রীকে লক ডাউন নিয়ে কিছু বলতে শোনা যাবে জাতির উদ্দেশ্যে।
Loading...