মানুষ তাঁকে ডেরেক ও ব্রায়ান না বলে 'ডেরেক নো ব্রেন' বলে ডাকেন : বাবুল সুপ্রিয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মানুষ তাঁকে ডেরেক ও ব্রায়ান না বলে 'ডেরেক নো ব্রেন' বলে ডাকেন : বাবুল সুপ্রিয়

Share This
রাজনীতি

আজ খবর (বাংলা), কলকাতা, ২৬/০৪/২০২০ : আজ তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নিজেদের বাড়িতে বসেই প্রতীকী প্রতিবাদ করেছেন বিজেপি নেতারা। সেই প্রতিবাদ করার পর, আজ বিজেপি নেতা তথা কেদ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।
বাবুল সুপ্রিয় আজ অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সরকার করোনা নিয়ে তথ্য গোপন করে চলেছে। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গে মমতা সরকার যেভাবে করোনা মহামারীর মোকাবিলা করছে এবং তার তথ্য গোপন করছে তা অত্যন্ত লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের থেকে সাহায্য ও সহযোগিতা চাইছেন, PPE চাইছেন, ফান্ড চাইছেন, কিন্তু রাজ্যে করোনা মহামারীর সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, কেন্দ্রের কাছে তা গোপন করছেন।"
বাবুল সুপ্রিয় বলেন, "যখন গোটা দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা  কেন্দ্রের সাথে সহযোগিতা করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মহামারীর সাথে রীতিমত যুদ্ধ করে লক ডাউনের বাইরে বেরিয়ে আসতে চাইছেন , তখন পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেখানে ডাক্তাররাও করোনা আক্রান্ত হয়ে চলেছেন, কিন্তু রাজ্য সরকার করোনা নিয়ে তথ্য গোপনে ব্যস্ত। এভাবে চলতে পারে না।"


কেন্দ্রীয়  মন্ত্রী বাবুল সুপ্রিয় এও অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় পরিদর্শক দলকেও রাজ্য সরকার সহযোগিতা করছে না. শুধু তাই নয়, কেন্দ্রীয়  দলের প্রতি তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান  যে মন্তব্য করেছেন তারও সমালোচনা করতে ছাড়েন নি বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, "ডেরেক ও ব্রায়ান  বলেছেন, কেদ্রীয় পরিদর্শকরা কেন্দ্র থেকে রাজনীতির ভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গে এসেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কেমন সংসদীয় মানুষ ডেরেক ও ব্রায়ান ? এই জন্যেই বোধ হয় মানুষ তাঁকে ডেরেক ও ব্রায়ান  না বলে 'ডেরেক নো ব্রেন' বলে ডাকেন !"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages