আজ খবর (বাংলা), কাটরা, জম্মু ও কাশ্মীর, ১৮/০৪/২০২০ : বৈষ্ণদেবী মন্দিরের কাছে ধরা পড়ল একটি মা চিতাবাঘ। ওই চিতা বাঘের সাথে তার দুই ছানাও ছিল, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় নি।
করোনা মহামারী রুখতে গোটা দেশে এখন চলছে লক ডাউন। যার ফলে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। এই সুযোগে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পশুদের অরণ্য ছেড়ে লোকালয়ে চলে আসতে দেখা যাচ্ছিল। কাটরা শহরের কাছেই চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এই খবর পেয়ে বন দপ্তরের লোকেরা বৈষ্ণদেবী মন্দিরের কাছে বিভিন্ন জায়গায় খাঁচা দিয়ে ফাঁদ পেতেছিল। আজ বন্ দপ্তরের পাতা ফাঁদে ধরা পরে যায় ওই মা চিতাবাঘটি। তাকে জম্মুর মান্দা চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়।
এদিকে মা চিতাবাঘটি ধরা পড়লেও তাদের ছানা দুটির কোনো খোঁজ এখনো পর্যন্ত পায় নি বন দপ্তর। খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে মনে করা হচ্ছে, চিতাবাঘের ছানা দুটি পালিয়ে গিয়ে অরণ্যে আশ্রয় নিয়েছে। এদিকে ছানাদের দেখতে না পেয়ে ক্রমাগত গর্জন করে চলেছে মা চিতাবাঘটি। মনে হয়, সারা জীবনের মত মা খোয়াল তার দুই সন্তানকে। কেননা ওই চিড়িয়াখানা থেকে সে আর কোনোদিনই ছাড়া পাবে না, মানুষ বোধ হয় এতটা মানবিক নয় যে, মা চিতাবাঘকেও ওই অরণ্যে ফের ছেড়ে দিয়ে আসবে।
Loading...