কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে নিহত দুই জঙ্গী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে নিহত দুই জঙ্গী

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), কুলগাম, জম্মু ও কাশ্মীর, ০৪/০৪/২০২০ : জম্মু ও কাশ্মীর উপত্যকায় করোনা ভাইরাস অসুরের সাথে আর এক পুরোন অসুরদের সাথেও লড়াই করতে হচ্ছে দেশকে। আজ জম্মু ও কাশ্মীরের কুলগামে দুই সন্ত্রাসবাদিকে এনকাউন্টার করে মারল নিরাপত্তা বাহিনী।
জম্মু ও কাশ্মীরের অনেক পুরোন অসুখ এই সন্ত্রাসবাদ। সারা বছর ধরে কাশ্মীর উপত্যকা জুড়ে বিশাল নেটওয়ার্ক বিছিয়ে রাখতে হয় নিরাপত্তা বাহিনীকে। যাতে সেখানে সন্ত্রাসবাদ মাথা তুলতে না পারে। একটা সময় কাশ্মীরের তরুণদের একটা অংশ নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়ত,  অনেক চেষ্টার পর এখন অবশ্য সেই ছবি আর সচরাচর দেখতে পাওয়া যায় না। কিন্তু পাকিস্তানের মদতে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গিয়েছে সন্ত্রাসবাদের বিষ; যে বিষ সারা বছর ধরে খুঁজে বেড়াতে হয় পুলিশ ও নিৰাপত্তা বাহিনীকে, অনেক রক্ত ঝরাতে হয়, অনেক প্রাণ বলিদান দিতে হয়।
করোনা ভাইরাসের জেরে এমনিতেই কাশ্মীর ও লাদাখ অঞ্চলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে, মারাও গিয়েছেন কেউ কেউ। কিন্তু এমন বিপদের দিনেও সন্ত্রাসবাদ মাথা চারা  দিয়ে উঠছে উপত্যকার কোথাও কোথাও। নিরাপত্তা বাহিনীও সদাই প্রস্তুত মাথা চারা  দেওয়া সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে। ঠিক এমন ভাবেই আজ কুলগামে একটি অপারেশন চালিয়ে  দুই সন্ত্রাসবাদিকে এনকাউন্টার করে মারল নিরাপত্তাবাহিনী। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages