করোনার টেস্টিং নিয়ে রাজ্যকে অহেতুক বদনাম করা হচ্ছে : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনার টেস্টিং নিয়ে রাজ্যকে অহেতুক বদনাম করা হচ্ছে : মমতা

Share This
রাজ্য
খিদিরপুরে গাড়িতে বসে মাইকে সচেতনতার প্রচার করছেন মুখ্যমন্ত্রী 

আজ খবর (বাংলা), কলকাতা, ২২/০৪/২০২০ : করোনা মহামারীর মোকাবিলা নিয়ে অহেতুক রাজ্যকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, "কয়েকদিন ধরেই করোনার টেস্টিং নিয়ে রাজ্যকে অহেতুক বদনাম করা হচ্ছে। কেন্দ্র থেকে আমরা যে তিন ধরনের কিট পেয়েছি, সেগুলির মধ্যে ত্রুটিপূর্ণ থাকার কথা আমরা আগেই জানিয়েছিলাম। ICMR তা মেনেও নিয়েছে, Rapid test kit, BGI ও  RTPCR  এই তিন ধরনের  কিটগুলো ICMR বাতিল করেছে, সেগুলো তুলে নিয়েছে ওরা, তাহলে আমাদের দোষ কোথায় ? " ত্রুটিযুক্ত কিটের জন্যেই যে করোনা টেস্টে বিলম্ব হচ্ছে, সেটা কেন্দ্রের কাছে  ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য সরকার।
মমতা বলেন, "যেখানে কিট নেই সেখানে আমাদের কি করার আছে ? যতটা কিট  আমাদের দরকার তা কেন্দ্র সরকার আমাদেরকে পাঠাচ্ছে না, যেগুলো পাঠিয়েছিল তাও ত্রুটিযুক্ত। তার জন্যে আমাদেরকেই দায়ী করা হবে কেন ? তাও আমাদের কপাল ভাল আমাদের স্বাস্থ্য দপ্তর নিজেদের উদ্যোগে বেশ কিছু কিট -এর অর্ডার দিয়ে রেখেছিল, সেগুলো দিয়েই আমরা কাজ চালাচ্ছি। আমরা আরও কিট -এর অর্ডার দিয়ে রেখেছি, সেগুলো চলে এলেই দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে
রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা আজ জানিয়েছেন, "রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে, মালদহে এখনো পজিটিভ কোনো কেস নেই। কোয়ারেন্টাইন সেন্টারে এবার থেকে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া হবে না, তবে ল্যান্ড লাইন ফোন থাকবে। সচেতনতার প্রচারে এবার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে নামানোর প্রক্রিয়া চলছে।"
মমতা বন্দ্যোপাধ্যায় আজ সচেতনতার প্রচারে এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে খিদিরপুর, পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ, বালিগঞ্জ এলাকায় পরিদর্শনে যান
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages