আজ খবর (বাংলা), কলকাতা, ২৯/০৪/২০২০ : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত চিকিৎসকদের ১০ লক্ষ টাকা করে যে অর্থ রাজ্য সরকার দিচ্ছে, তার ধরণ সম্পর্কে প্রশ্ন তুলল রাজ্যের বিরোধী দল বিজেপি।
ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রাজ্যের দুই চিকিৎসক। পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকার ইতিমধ্যেই দুই চিকিৎসকের মধ্যে একজনের পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে, এবং গতকাল রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, আজ আর এক চিকিৎসকের পরিবারের হাতেও দশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে।
চিকিৎসকের পরিবারগুলি যে এই ক্ষতিপূরণ পাচ্ছেন, তাতে সন্তোষ প্রকাশ করলেও বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে এই অর্থ প্রদানের ধরণ নিয়ে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার টেলিফোনে আমাদেরকে বলেছেন, "সব মৃত্যুই শোকের, তাই চিকিৎসকের মৃত্যুও শোকের, কিন্তু রাজ্য সরকার বলেছিল, এই অর্থ তাঁদের পরিবারকে দেওয়া হবে বীমার অর্থ হিসেবে। তাহলে রাজ্য সরকার কেন এই অর্থ প্রদান সরকারি টাকা থেকে করছে ? এটা কি ক্ষতিপূরণ ? যেমন মদ খেয়ে মৃত্যু হলে রাজ্য সরকার দেয় ? তাহলে প্রথম থেকেই রাজ্য সরকারের বলা উচিত ছিল যে চিকিৎসক ও নার্সদের ক্ষতিপূরণ দেওয়া হবে ! কিন্তু সাংবাদিকদের মাননীয়া জানিয়েছিলেন 'বীমা বাবদ' এই টাকা দেওয়া হবে; তাহলে বীমার কাগজ কোথায় ? তার প্রিমিয়াম দেওয়া হয়েছিল কিনা বা সেই বীমার নমিনি চিকিৎসকেরা কাকে করে গিয়েছিলেন ? রাজ্য সরকার কাকে অর্থ প্রদান করছেন ? কোনো নমিনিকে ? "
জয়প্রকাশবাবু বলেন, "প্রথমত, রাজ্য সরকার বলেছিল করোনা আক্রান্ত হয়ে কোনো চিকিৎসক প্রয়াত হলে তাঁর পরিবার বীমা বাবদ ১০ লক্ষ টাকা করে পাবেন, তাহলে এই টাকা রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়ার কথা নয়, তাহলে কি আদৌ কোনো বীমা করানো হয়নি ? বীমার কাগজে চিকিৎসকদের কি কোনো সাক্ষর করানো হয়েছিল ? যদি সাক্ষর করানো হয়ে থাকত, তাহলে সেখানে নমিনির নাম থাকত। কিন্তু এখানে কোনো নমিনিকে অর্থ দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার যদি বীমা করিয়ে দিত, তাহলে রাজ্য সরকারকে শুধু বীমার প্রিমিয়ামটুকুই দিতে হত, পুরো টাকা নয়।"
আরও একটি প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের এই ক্ষতিপূরণের সার্কুলারে লেখা আছে, রাজ্য সরকার দেবে ১০ লক্ষ টাকা, আবার কেন্দ্র সরকারও ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই সেক্ষেত্রে যিনি টাকা পাবেন, তিনি হয় রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার, যেকোনো একটি ক্ষতিপূরণের টাকা গ্রহণ করতে পারবেন। তার মানে যদি কেউ রাজ্য সরকারের অর্থ গ্রহণ করেন তিনি কেন্দ্র সরকারের অর্থ নেবেন না, অথবা কেন্দ্র সরকারের দেওয়া অর্থ নিলে রাজ্যের দেওয়া ক্ষতিপূরণের অর্থ নেবেন না। ঠিক এই জায়গাটিকেই পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার।
বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেছেন, "আমি একজন সাংসদ হিসেবে বলছি, এমন কোনো কথা নেই যে রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ নিলে কেন্দ্রের দেওয়া ক্ষতিপূরণ নেওয়া যাবে না। কেন্দ্র সরকার ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা করে দেবে বীমা বাবদ, সেখানে কোনো সই সাবুদের ব্যাপার নেই, রাজ্য সরকার তারপরেও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে পারে। গাইড লাইনে Either / Or বলে কিছু বলা নেই।কেন্দ্রের দেওয়া অর্থ পেতে হলে যে সংস্থায় সেই চিকিৎসক কাজ করেছেন সের সংস্থা এবং রাজ্য সরকারের সার্টিফিকেট লাগবে আর কিছু নয়।" জয়প্রকাশ মজুমদার বলেছেন, "কেন্দ্রের থেকে এই টাকা পাওয়ার জন্যে চিকিৎসকের হয়ে রাজ্য সরকারেরই claim পাঠানোর কথা কেন্দ্র সরকারের কাছে।"
দেখুন ভিডিও
Loading...