আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৪/০৪/২০২০ : গত ২৪ ঘন্টায় নতুন করে ১,৬৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২৩,০৭৭;
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা রোগের চিকিৎসা চলছে মোট ১৭,৬১০ জনের (Active), সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৪৯ জন. এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭১৮; এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭ জন মানুষের।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আজ সকালে যে আপডেট দিয়েছে, তাতে এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪৩০, যার মধ্যে ৮৪০ জন সুস্থ হয়ে উঠেছেন এবং মোট ২৮৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
রাজধানী দিল্লীতে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৭৬, সুস্থ হয়ে উঠেছেন ৮০৮ জন এবং দিল্লীতে মৃতের সংখ্যা মোট ৫০ বলে জানানো হয়েছে রিপোর্টে।
এই তালিকায় গুজরাটের স্থান তৃতীয়, গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা হল ২,৬২৪ জন, তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, ২৫৮ জন এবং সেখানে মৃতের সংখ্যা ১১২;
তামিলনাড়ুতে ১৬৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৭৫২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ওই রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০;
রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৬৪, ওই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৩০ জন এবং প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত ২৭ জন মানুষ।
মধ্যপ্রদেশে এখনো পর্যন্ত ১৬৯৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মোট ২০৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং সেখানে মৃতের সংখ্যা ৮৩;
উত্তর প্রদেশে মোট ১৫১০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২০৬ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২৪ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে।
Loading...