অকালে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অকালে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

Share This
বিনোদন

আজ খবর(বাংলা), মুম্বই, ২৯/০৪/২০২০ : অকালে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল ৫৩, বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দুদিন ধরে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল, আজ সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইরফান।
১৯৬৭ সালের ৭ই জানুয়ারিতে ইরফানের জন্ম হয়েছিল রাজস্থানের জয়পুর শহরে। তাঁর পুরো নাম সাহাবজাদে ইরফান আলী খান। তাঁর Irrfan নামের বানানে দুটো 'r' ব্যবহার করতে ভালবাসতেন। ইরফান বিয়ে করেছিলেন সুতপা শিকদার নামে এক বাঙালি মেয়েকে। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ছাড়াও রেখে গেলেন দুই পুত্র বাবিল আর আয়ানকে। 
ইরফান ছিলেন একজন পরিণত অভিনেতা। অসংখ্য সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে 'চানক্য', 'ভারত এক খোঁজ', 'সারে জাহাঁ হামারা', 'বনেগি আপনি বাত' , 'চন্দ্রকান্ত', 'শ্রীকান্ত', 'অনু গুঞ্জ', 'স্পর্শ' ছাড়াও অনেকগুলি ধারাবাহিকে। ১৯৮৮ সালে 'সালাম বম্বে' দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ইরফান। তাঁর সংকিপ্ত জীবনে অনেকগুলি  সিনেমায় কাজ করেছেন তিনি, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 'এক ডাক্তার কি মওত' , 'স্লামডগ মিলেনিয়ার', 'পান সিং তোমর', 'বিল্লু বারবার', 'লাইফ অফ পাই',  'পিকু', 'ব্ল্যাকমেইল' ইত্যাদি। তাঁর শেষ  অভিনয় 'আংরেজি মিডিয়াম' সিনেমায় (২০২০ সাল)।
ইরফান খান জাতীয় স্তরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন, সারা জীবন অনেকগুলি এওয়ার্ড ছিল তাঁর ঝুলিতে, ২০১১ সালে তিনি পদ্মশ্রী সন্মানেও ভূষিত হয়েছিলেন। তাঁর অকালমৃত্যুতে শুধু বলিউডেই নয়, শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে, কেননা তাঁর অভিনয় পছন্দ করতেন আপামর ভারতবাসী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, পরিচালক গৌতম ঘোষ, অনুরাগ বসু ছাড়াও অন্যান্য অভিনেতারা।   
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages